নাটোরের বাগাতিপাড়া উপজেলার জামনগর ইউনিয়নের পুরাতন পশ্চিমপাড়া গ্রামে নিজ বাড়িতে আমির আলী (৭০) ও তাঁর স্ত্রী আলেকা বেগম (৬৫) নামে এক বৃদ্ধ দম্পতি খুন হয়েছেন।
শনিবার(৮ মে) সকাল সাড়ে ৭ টায় নিজ বাড়ি থেকে তাদের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বাগাতিপাড়া থানার অফিসার ইনচার্জ নাজমুল হক এ তথ্য নিশ্চিত করেছেন।
এলাকাবাসী জানান, আমির আলী ও আলেকা বেগমের ছেলে আলতাফ হোসেন ঢাকার একটি প্রতিষ্ঠানে চাকুরি করেন। বাড়িতে তারা একাই থাকতেন। গরু পালনের জন্য বাড়ির বারান্দায় থাকতেন। সকাল সাড়ে ৭টার দিকে ওই দম্পতির নাতি সুমন ওই বাড়িতে এসে বৃদ্ধ আমির আলীকে ডাকাডাকি করেন। কিন্তু কোন সাড়া না পেয়ে দেয়াল টপকে বাড়িতে প্রবেশ করে দেখেন বারান্দার মশারি ছেড়া ও কাথা দিয়ে ওই দম্পতির মৃতদেহ ঢাকা। সুমনের চিৎকারে এলাকাবাসী ছুটে আসে এবং পুলিশে খবর দেয়।
ওসি নাজমুল হক জানান, মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। ধারণা করা হচ্ছে, রাতে কেউ ওই বৃদ্ধ দম্পতিকে মাথায় আঘাত করে হত্যা করে পালিয়ে গেছে। তবে কে বা কারা কী কারণে তাদেরকে হত্যা করেছে তা এখনো নিশ্চিত হতে পারেনি পুলিশ। এ বিষয়ে তদন্ত চলছে।