নাটোরের বড়াইগ্রাম ও গাইবান্ধার গোবিন্দগঞ্জে সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন।
ভোরে নাটোরের বড়াইগ্রামে বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের মহিষভাঙ্গা এলাকায় কাভার্ডভ্যান ও ট্রাকের সংঘর্ষ হয়। এতে ৪ জন আহত হন।
তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে চিকিৎসক কাভার্ডভ্যান চালক মোস্তফা কামালকে মৃত ঘোষণা করেন। ট্রাক ও কাভার্ডভ্যানকে জব্দ করেছে হাইওয়ে পুলিশ।
অন্যদিকে গাইবান্ধার গবিন্দোগঞ্জের দক্ষিণ বাসস্ট্যান্ড এলাকায় তেলবাহী লরির চাপায় মোটরসাইকেল আরোহী মারা গেছেন।