শুক্রবার, ১১ অক্টোবর ২০২৪, ০৭:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :

‘নুর হোসেনের রক্তের সঙ্গে বেঈমানি করেছে আ’লীগ’

নিউজ ডেক্স:
  • প্রকাশিত সময় : বুধবার, ১০ নভেম্বর, ২০২১
  • ২৯১ পাঠক পড়েছে

গণঅধিকার পরিষদের সদস্যসচিব ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর বলেন, ‘নুর হোসেনের আত্মত্যাগ ৯০’র গণআন্দোলনকে বেগবান করেছিল। আওয়ামী লীগ নুর হোসেনকে যুবলীগের কর্মী দাবি করলেও আওয়ামী লীগই নুরের রক্তের সঙ্গে বেঈমানি করে সামরিক স্বৈরশাসক এরশাদের সঙ্গে জোট করেছে।’ বুধবার (১০ নভেম্বর) দুপুরে রাজধানীর গুলিস্তানের জিরো পয়েন্টে শহীদ নুর হোসেনের প্রতি গণঅধিকার পরিষদের পক্ষ থেকে শ্রদ্ধা জানানোর পর তিনি এসব কথা বলেন। নুরুল হক নুর বলেন, ‘স্বৈরাচার এরশাদের সঙ্গে জোট করে তারা মহাস্বৈরাচারে পরিণত হয়েছে, জনগণের ভোটাধিকার কেড়ে নিয়ে গণতন্ত্র ধ্বংস করেছে।’

তিনি বলেন, ‘স্বাধীনতার ৫০ বছরেও বাংলাদেশকে একটি গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে না পারা অত্যন্ত দুঃখজনক। এ ব্যর্থতা বিদ্যমান রাজনৈতিক দলগুলোর নেতাদের। আগামীতে গণতন্ত্র প্রতিষ্ঠা করে মুক্তিযুদ্ধের আদর্শে বাংলাদেশকে গড়ে তুলতেই আমরা স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে নতুন রাজনৈতিক দল গণঅধিকার পরিষদের গঠন করেছি। গণতন্ত্র পুনরুদ্ধারে নুর হোসেনের আত্মত্যাগের চেতনাকে ধারণ করে গণঅধিকার পরিষদ কাজ করে যাবে।’

এসময় উপস্থিত ছিলেন গণঅধিকার পরিষদের আহ্বায়ক ড. রেজা কিবরিয়া। তিনি বলেন, ‘নুর হোসেনের আত্মত্যাগ ৯০’র স্বৈরাচারবিরোধী আন্দোলনে সামরিক স্বৈরশাসক জেনারেল এরশাদের পতনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল। জনগণের ভোট ছাড়া ক্ষমতায় থাকা আজকের স্বৈরাচার পতনেও নুর হোসেনের মতো অসংখ্য মানুষ ত্যাগ স্বীকার করতে প্রস্তুত। জনগণকে সঙ্গে নিয়ে গণঅধিকার পরিষদের নেতৃত্বে এ স্বৈরাচার সরকারের পতন ঘটিয়ে গণতন্ত্র ফিরিয়ে আনা হবে।’

নিউজটি শেয়ার করে আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
© All rights reserved © 2019-2020 । দৈনিক আজকের সংবাদ
Design and Developed by ThemesBazar.Com
SheraWeb.Com_2580