বৃহস্পতিবার, ০৩ অক্টোবর ২০২৪, ০৪:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :

পাঁচ মেডিকেল কলেজে হবে বার্ন ইউনিট, ৪৫৬ কোটি টাকা অনুমোদন

স্টাফ রিপোর্টার:
  • প্রকাশিত সময় : মঙ্গলবার, ৭ ডিসেম্বর, ২০২১
  • ১৮১ পাঠক পড়েছে

দেশের পাঁচটি মেডিকেল কলেজে বার্ন ইউনিট স্থাপনসহ আনুষঙ্গিক সুবিধাদি ও অবকাঠামো নির্মাণ করা হবে। এই জন্য ৪৫৬ কোটি টাকা অনুমোদন দেওয়া হয়েছে। এটিসহ গুরুত্বপূর্ণ ১০ প্রকল্পের অনুমোদন দেওয়া হয়েছে। প্রকল্পের মোট ব্যয় ৭ হাজার ৪৪৭ কোটি ৭ লাখ টাকা। এর মধ্যে সরকারি অর্থায়ন ৩ হাজার ৬৮২ কোটি টাকা। মঙ্গলবার (০৭ ডিসেম্বর) রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত একনেক সভায় এসব প্রকল্পের অনুমোদন দেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সভাশেষে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান প্রকল্পের বিস্তারিত তথ্য তুলে ধরেন।

প্রকল্পটি ২০২১-২২ অর্থবছরের এডিপিতে বৈদেশিক সাহায্য প্রাপ্তির সুবিধার্থে বরাদ্দবিহীন অননুমোদিত নতুন প্রকল্প তালিকায় অন্তর্ভুক্ত নেই। তবে, ২০২০-২১ অর্থবছরের আরএডিপিতে প্রকল্পটি অন্তর্ভুক্ত ছিল। প্রকল্পের আওতায় ৫টি বিদ্যমান ভবনের ১৯ হাজার ৯৩৫ বর্গমিটার ঊর্ধ্বমুখী সম্প্রসারণ ও সংস্কার করা হবে। দুই লাখ ১৯ হাজার ৪৫৭টি মেডিকেল ও সার্জিক্যাল সরঞ্জামাদি সংগ্রহ করা হবে। এছাড়া ১৪ হাজার ২২টি আসবাবপত্র ও একটি ১টি জিপ কেনা হবে।

একনেক সভা সূত্র জানায়, অষ্টম পঞ্চবার্ষিক পরিকল্পনায় ২০৩০ সালের মধ্যে স্বাস্থ্য সেবার মানোন্নয়ন ও অধিগম্যতা বৃদ্ধি এবং স্বাস্থ্য সেক্টরের চিহ্নিত সূচকসমূহের অগ্রগতি অর্জনে গুরুত্বারোপ করা হয়েছে, যার সঙ্গে প্রকল্পটি সংগতিপূর্ণ। প্রকল্পটি বাস্তবায়িত হলে স্থানীয় জনগণের জন্য উন্নতমানের স্বাস্থ্যসেবায় অভিগম্যতা ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। পাশাপাশি স্বাস্থ্য খাতকে শক্তিশালীকরণ, দক্ষতার উন্নয়ন ও সমতা নিশ্চিতকরণের সুযোগ সৃষ্টি হবে।

নিউজটি শেয়ার করে আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
© All rights reserved © 2019-2020 । দৈনিক আজকের সংবাদ
Design and Developed by ThemesBazar.Com
SheraWeb.Com_2580