মাত্র ৪০ টাকা চাইতে গিয়ে শেরপুরের নকলা উপজেলায় ৪ জনকে মুমূর্ষু অবস্থায় নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি হতে হয়েছে।
গতকাল বুধবার সন্ধ্যায় ইফতারের মুহূর্তে নকলা পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের মুদির দোকানদার আবু বাক্কারের ছেলে শহিদুল ইসলাম (৩২) পার্শ্ববর্তী এলাকার রাজ্জাকের ছেলে বাদশার (৩০) কাছে পাওনা ৪০ টাকা চাইতে গিয়ে তর্কে জড়িয়ে পড়েন। একপর্যায়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। এতে ধাওয়া-পাল্টাধাওয়াসহ উভয়ের বাসা বাড়িতে ইট পাটকেল নিক্ষেপ করা হয়।
এ সংঘর্ষে উভয়পক্ষের মোট ১০ জনকে মধ্যে হাসপাতালে ভর্তি করা হয়েছে। মুমূর্ষু অবস্থায় হাসপাতালে নেওয়া হয়েছে জাহিদুল, বাদশা, শহিদুল ও মনোয়ারা বেগমকে। অন্যান্যরা প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়িতে অবস্থান করছেন।
এর মধ্যে জাহিদুলের মাথার আঘাতে ৯টি সেলাই করা হয়েছে। বাদশার মাথায় আঘাত পেয়ে ৬টি সেলাই করতে হয়েছে বলে কর্তব্যরত চিকিৎসক জানান।
সংবাদ পেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ওই এলাকায় পুলিশ টহল জোরদার করা হয়েছে বলে জানান নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মুশফিকুর রহমান।