ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে জেলার নদ-নদীর পানি স্বাভাবিকের চেয়ে ৬ সেন্টিমিটার বৃদ্ধি পেয়েছে। নতুন করে বেড়িবাঁধ ভেঙে ও ভাঙা বাঁধ দিয়ে লোকালয়ে পানি প্রবেশ করে বন্দি হয়ে পড়েছে মানুষ।
এতে নিম্নআয়ের মানুষের ঘরে চুলা জ্বলেনি। বুধবার দুপুরে পটুয়াখালী পৌর শহরের এসব মানুষের কাছে রান্না করা খাবার পৌঁছে দিয়েছেন পটুয়াখালী পৌরসভার মেয়র মহিউদ্দিন আহমেদ।
শহরের কলের পুকুরপাড় এলাকার বাসিন্দা সোবহান বলেন, ‘ঘূর্ণিঝড়ে পানিতে ঘর তলাই গেছে। বর্তমানে ঘরে খাওনের কিছু নাই। ভাবছি না খাইয়া থাকতে হইবে। এরমধ্যে স্যার (মেয়র মহিউদ্দিন আহমেদ) খাবার নিয়ে হাজির।’
শহরের স্বনির্ভর রোড এলাকার বাসিন্দা জান্নাত বলেন, ‘আজ না খেয়ে থাকতে হতো। হঠাৎ স্যার (মেয়র) খাবার না নিয়ে আসছে। আমরা দোয়া করি আল্লাহ তারে ভালো রাখুক। তিনি যেন আমাগো গরিবের পাশে এভাবেই সব সময় থাহে।’
মেয়র মহিউদ্দিন আহমেদ বলেন, ইয়াসের প্রভাবে ভাঙা বেড়িবাঁধ দিয়ে শহরের পানি প্রবেশ করে। ফলে আমার শহরের মানুষ পানিবন্দি হয়ে রয়েছেন। তাই খাবার রান্না করে তাদের কাছে পৌঁছে দিয়েছি। আমি শুধু আমার দায়িত্ব পালন করেছি।