বাইশ গজের বিরাট কোহলিকে নিয়ে নতুন করে বলার কিছু নেই। ব্যাট হাতে অবিশ্বাস্য পারফরম্যান্সে একের পর এক রেকর্ড গড়ে হয়েছেন গত দশকের সেরা ক্রিকেটার। প্রতিনিয়ত নিজেকে নিয়ে যাচ্ছেন অনন্য উচ্চতায়।
এবার লিওনেল মেসি, ক্রিশ্চিয়ানো রোনালদো এবং নেইমারের পর বিশ্বের চতুর্থ ক্রীড়াবিদ হিসেবে সামাজিক যোগাযোগ মাধ্যম ইন্সটাগ্রামে ১০০ মিলিয়ন ফলোয়ারের ক্লাবে প্রবেশ করলেন ভারতীয় অধিনায়ক। আর ক্রিকেটার হিসেবেও প্রথম এই মাইলফলকে নাম লেখালেন ভারতীয় দলের এই প্রাণভোমরা।
খেলোয়াড়দের মধ্যে ফুটবলের তিন মহাতারকাই কোহলির চেয়ে এগিয়ে আছেন। জুভেন্টাস তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো তো ইনস্টাগ্রামের সবচেয়ে বড় তারকাই। ২৬ কোটি ৫০ লাখ মানুষ তাকে অনুসরণ করেন। বার্সেলোনার লিওনেল মেসির অনুসারীর ১৮ কোটি ৭০ লাখ। ১৪ কোটি ৭০ লাখ অনুসারী নিয়ে নেইমার আছে রয়েছেন এই তালিকার তিন নম্বরে। আর চার নম্বরে রয়েছেন বিরাট। অ্যাথলেটদের মধ্যে ভারতীয় অধিনায়কের পরে আছেন বাস্কেটবল তারকা লেব্রন জেমস। যুক্তরাষ্ট্রের এই তারকার অনুসারীর সংখ্যা ৮ কোটি।
এদিকে ৩২ বছর বয়সী কোহলির অনুসারীর সংখ্যা ভারতীয় সেলেব্রিটিদের যে কারো চেয়ে বেশি। তার পেছনে রয়েছেন বলিউডের রনভীর সিং, দীপিকা পাডুকোন, প্রিয়াঙ্কা চোপড়ারাও। এমনকি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিরও ইনস্টাগ্রামে ফলোয়ার সংখ্যা কোহলির প্রায় অর্ধেক। প্রিয়াঙ্কা চোপড়ার ইনস্টাগ্রামে ফলোয়ার ৬০ মিলিয়ন (৬ কোটি), দীপিকার ৫৩.৩ মিলিয়ন (৫ কোটি ৩৩ লাখ), রনভীরের ৩৪.৭ মিলিয়ন (৩ কোটি ৪৭ লাখ)। নরেন্দ্র মোদির এই প্লাটফর্মে ফলোয়ার ৫১.২ মিলিয়নের কিছু বেশি।
আর ১০ কোটি অনুসারীর মাইলফলক ছোঁয়া কোহলি সব মিলিয়ে আছেন ২০ নম্বরে। ইনস্টাগ্রামের মতো না হলেও অন্য সামাজিক মাধ্যমেও কোহলির প্রভাব বেশ। ফেসবুকে কোহলিকে অনুসরণ করেন ৩ কোটি ৬০ লাখ ব্যবহারকারী। আর টুইটারে ৪ কোটি ৮ লাখ ভক্ত।