শুক্রবার, ০৪ অক্টোবর ২০২৪, ১০:৩৬ অপরাহ্ন
শিরোনাম :

প্রযুক্তিভিত্তিক শিক্ষার মাধ্যমে শিক্ষার্থীরা মেধাবী হয়ে গড়ে উঠছে : হুইপ

নিজস্ব প্রতিবেদক : 
  • প্রকাশিত সময় : শনিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২১
  • ১৮৮ পাঠক পড়েছে

জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম বলেন, ‘প্রযুক্তিভিত্তিক শিক্ষার মাধ্যমে আজকের শিক্ষার্থীরা মেধাবী হয়ে গড়ে উঠছে। আজকে যারা শিক্ষার্থী, আগামী দিনে তারাই দেশটাকে গড়ে তুলবে।’

হুইপ বলেন, ‘শিক্ষার মানোন্নয়নে যা যা করা প্রয়োজন প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাই করছে। সারা দেশে শিক্ষার প্রসার ঘটাতে চায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শিক্ষিত জাতি দেশের কল্যাণ বয়ে আনে। তবে শিক্ষকদের গুরুত্বপুর্ণ ভূমিকা পালন করতে হবে। মানুষ গড়ার কারিগর হলো শিক্ষক।’

শনিবার প্রায় ৮৫ লাখ টাকা ব্যয়ে দিনাজপুর শহরে ইকবাল হাই স্কুলের সম্প্রসারণকৃত দ্বিতীয় ও তৃতীয় তলার নবনির্মিত একাডেমিক ভবনের উদ্বোধন, প্রায় ৮৫ লাখ টাকা ব্যয়ে দিনাজপুর শহরে নুরজাহান কামিল মাদ্রাসার নতুন একাডেমিক ভবনের উদ্বোধন প্রায় এক কোটি ১৮ লাখ টাকা ব্যয়ে দিনাজপুর শহরে তফিউদ্দিন মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের সম্প্রসারণকৃত দ্বিতীয় তলা একাডেমিক ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এসব কথা বলেন।

হুইপ ইকবালুর রহিম আরও বলেন, ‘বিএনপি-জামায়াত ক্ষমতায় থাকাকালে দেশের কোনো উন্নয়ন হয়নি। বরং দেশটাকে মূর্খ বানিয়ে ছিল। শিক্ষার্থীদের হাতে ছিল মাদক ও অস্ত্র। দেশ ছিল পিছিয়ে। শেখ হাসিনা ক্ষমতায় আসার পর শিক্ষা ব্যবস্থাকে উন্নত করে দেশের মানুষের মুখে হাসি ফুটিয়েছে। বর্তমানে দেশ উন্নয়নশীল দেশের কাতারে। আগামীতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আজকের এই মেধাবী শিক্ষার্থীরা উন্নত দেশের কাতারে নিয়ে যাবে।’

হুইপ আরও বলেন, ‘বাংলাদেশ কারো কাছে মাথা নত করেনি এবং করবেও না। কারণ দেশ ও দেশের মানুষের জীবনমান উন্নত করার জন্যই শেখ হাসিনা বারবার প্রধানমন্ত্রী হয়েছেন। পাকিস্তানি দোসররা যতই ষড়যন্ত্র করুক না কেন। শেখ হাসিনা এগিয়ে যাবে। পিছপা হবে না।’

পৃথক পৃথক অনুষ্ঠানে বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক বারিউল করিম খান, অতিরিক্ত পুলিশ সুপার সুজন সরকার দিনাজপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. ইমদাদ সরকার, শিক্ষা প্রকৌশলী অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী শাহীনুর ইসলাম, দিনাজপুর পৌরসভার প্যানেল মেয়র আবু তৈয়ব আলী দুলাল, দিনাজপুর প্রেসক্লাবের সভাপতি স্বরুপ বকসী বাচ্চু, সাধারন সম্পাদক সুব্রত মজুমদার ডলার, সাবেক সাধারণ সম্পাদক গোলাম নবী দুলাল, চেম্বারের সাবেক সভাপতি সুজাউর রব চৌধুরী, শহর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি রায়হান কবীর সোহাগ, সাধারণ সম্পাদক এস এম খালেকুজ্জামান রাজু, জেলা পরিষদের সদস্য ফয়সাল হাবিব সুমন, উপসহকারী প্রকৌশলী (শিক্ষা প্রকৌশল অধিদপ্তর) আব্দুল আউয়াল, নুরজাহান কামিল মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল মো. সিরাজুল ইসলাম প্রমুখ।

 

নিউজটি শেয়ার করে আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
© All rights reserved © 2019-2020 । দৈনিক আজকের সংবাদ
Design and Developed by ThemesBazar.Com
SheraWeb.Com_2580