বগুড়ায় সরকারি বিধিনিষেধ অমান্য করে পাঠদান পরিচালনার অপরাধে একটি কোচিং সেন্টারকে ৪০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় শহরের জলেশ্বরীতলায় এ অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমাণ আদালত। এতে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাছিম রেজা। এসময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা অভিযানে সহযোগিতা করেন।
নাছিম রেজা বলেন, সরকারি বিধিনিষেধ অমান্য করে পাঠদান পরিচালনা করায় একটি কোচিং সেন্টাকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়। তবে জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।