বরিশালে ছেলের সঙ্গে অভিমান করে আত্মহত্যা করেছেন রুমা বেগম (৪৫) নামের এক নারী। রোববার সন্ধ্যায় নগরীর পলাশপুর গুচ্ছগ্রামে এ ঘটনা ঘটে।
নিহত রুমা বরিশাল সিটি কর্পোরেশনের ৫ নং ওয়ার্ডের পলাশপুর ৮ নম্বর গলির দিনমজুর নাসির খাঁর স্ত্রী।
জানা গছে, কিস্তির টাকা নিয়ে ঝগড়ার জেরে মায়ের সঙ্গে কথা বলা বন্ধ করে দেন ছেলে। এতে আক্ষেপে আত্মহত্যা করেন রুমা। রাতেই লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শেরে বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
এলাকাবাসীর বরাতে ওয়ার্ড কাউন্সিলর কেফায়েত হোসেন রনি জানান, অভাবের সংসার চালাতে একটি সমিতি থেকে টাকা ঋণ নেন রুমা বেগম। ঋণের টাকার কিস্তি পরিশোধ নিয়ে দুদিন আগে ছেলের সঙ্গে ঝগড়া হয় তার। এ নিয়ে ছেলে তার মায়ের সঙ্গে কথা বলা বন্ধ করে দেন। এতে অভিমান করে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন রুমা।
তিন সন্তানের জননী রুমা কোন ছেলের সঙ্গে অভিমান করে আতত্মহত্যা করেছেন তার নাম জানাতে পারেনি কাউন্সিলর।
তবে পুলিশ তদন্ত করলে আত্মহত্যার প্রকৃত কারণ জানা যাবে বলে মনে করেন রনি।
কাউনিয়া থানার ওসি আজিমুল করিম জানান, মারা যাওয়া নারীর পরিবারের পক্ষ থেকে এখনও কোনো অভিযোগ পাইনি। এ কারণে থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।