বরিশালে জাটকা বিরোধী অভিযান চালিয়ে ১২ হাজার ১৬০ কেজি জাটকা জব্দসহ ৪ জনকে আটক করা হয়েছে। পাশাপাশি জাটকা বহনকারী অন্তরা নামের একটি যাত্রীবাহী বাসসহ ১ টি মিনি পিকআপ আটক করা হয়।
রোববার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন বরিশাল সদর উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা সঞ্জীব সন্যামত।
তিনি জানান, নিয়মিত অভিযানের অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে শনিবার (১৩ মার্চ) দিবাগত রাতে বরিশাল নগরের রুপাতলীস্থ শহীদ আব্দুর রব সেরনিয়াবাত সেতুর ঢালে এ অভিযান চালানো হয়।
পরে জব্দ জাটকাসহ আটককৃতদেনর তাদের জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মারুফ দস্তেগীরের পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের কাছে সোপর্দ করা হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মারুফ দস্তেগীর জানান, জব্দ জাটকাগুলো স্থানীয় বিভিন্ন এতিমখানা, মাদ্রাসা ও দুস্থ ব্যক্তিদের মাঝে বিতরণ করা হয়।
এছাড়া আটক ৪ ব্যক্তিকে বিভিন্ন পরিমাণে মোট ১২ হাজার টাকা জরিমানা করা হয়। ভবিষ্যতে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।