পাকিস্তানের এই তারকা ক্রিকেটার সাম্প্রতিক সময়ে প্রত্যাশিত পারফরম্যান্স করতে পারেননি। বাংলাদেশ সফরে তিন টি-টোয়েন্টিতে যথাক্রমে ৭, ১ ও ১৯ রানে আউট হন বাবর।
দেশে ফিরে করাচিতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে চলমান তিন ম্যাচের টি-টেয়েন্টির সিরিজের প্রথম দুই খেলায় বাবর আউট হন ০ ও ৭ রানে। সবশেষ ৫ ম্যাচে তার সংগ্রহ মাত্র ৩৪ রান।
এমন বাজে পারফরম্যান্সের কারণেই শীর্ষস্থান হারালেন বাবর আজম। বিশ্বের অন্যতম সেরা এই ব্যাটসম্যানকে এক নম্বর পজিশন থেকে তিনে নামিয়ে শীর্ষ চূড়ায় উঠে গেলেন ইংলিশ তারকা ব্যাটসম্যান ডেভিড মালান। দুই নম্বর পজিশনে উঠে এসেছেন দক্ষিণ আফ্রিকার এইডেন মার্করাম।
বাবর আজম শীর্ষস্থান হারালেও পজিশন ধরে রেখেছেন পাকিস্তানের তারকা উইকেটকিপার ব্যাটসম্যান মোহাম্মদ রিজওয়ান। তিনি আগের মতো চার নম্বরে পজিশনেই আছেন। লোকেশ রাহুল পাঁচ নম্বর স্থান ধরে রেখেছেন। ষষ্ঠ স্থানে রয়েছেন অস্ট্রেলিয়ার অধিনায়ক অ্যারন ফিঞ্চ।
সাত নম্বরে আছেন নিউজিল্যান্ডের ব্যাটসম্যান ডেভন কনওয়ে। আট, নয় ও দশ নম্বরে রয়েছেন- ইংলিশ তরকা ব্যাটসম্যান জস বাটলার, দক্ষিণ আফ্রিকার রিশি ভেন দার ডুসেন ও নিউজিল্যান্ডের তারকা ওপেনার মার্টিন গাপটিল।
টি-টোয়েন্টি ব়্যাংকিংয়ের প্রথম দশ থেকে ছিটকে গেছেন রিবাট কোহলি। তিনি আছেন ১১ নম্বরে। ১২ নম্বর পজিশনে আছেন ভারতের নতুন টি-টোয়েন্টি অধিনায়ক রোহিত শর্মা।
বোলারদের তালিকায় শীর্ষস্থান ধরে রেখেছেন শ্রীলংকার ওয়ানিন্দু হাসারাঙ্গা। অলরাউন্ডারদের তালিকার এক নম্বরে রয়েছেন আফগানিস্তানের অধিনায়ক মোহাম্মদ নবি। দ্বিতীয় স্থানে আছেন সাকিব আল হাসান।