রবিবার, ০৬ অক্টোবর ২০২৪, ০৩:০৬ অপরাহ্ন
শিরোনাম :

বিএনপি কোন মুখে গণতন্ত্রের কথা বলে: কাদের

নিজস্ব প্রতিবেদক :
  • প্রকাশিত সময় : সোমবার, ১৫ মার্চ, ২০২১
  • ৩২২ পাঠক পড়েছে

সামরিক সরকারের আঁতুড়ঘরে জন্ম নেয়া বিএনপি কোন মুখে গণতন্ত্রের কথা বলে তা জানতে চেয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

সোমবার সকালে তার বাসভবনে নিয়মিত ব্রিফিংয়ে এমন প্রশ্ন রাখেন।

তিনি বলেন, ‘বিএনপি ১৫ ও ২১ আগস্টসহ সকল রাজনৈতিক হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত। তারা আজ কোন মুখে গণতন্ত্রের কথা বলে? তারা মুখে গণতন্ত্রের কথা বললেও তাদের জন্ম হয়েছে মার্শাল লয়ের আঁতুড়ঘরে।’

‘মিলিটারি ডিক্টেটর জিয়াউর রহমান অবৈধ ক্ষমতা দখল করে সে ক্ষমতা ধরে রাখতে সেনাবাহিনী, বিমানবাহিনীর সদস্যসহ হাজার হাজার রাজনৈতিক কর্মী ও সাধারণ মানুষকে হত্যা করেছিল।’

তিনি বলেন, ‘বিএনপির মুখে গণতন্ত্রের কথা শুনলে হাসি পায়। অপরাজনীতির সকল উপাদানে ঠাসা বিএনপির রাজনীতি, মুখোশের আড়ালে তাদের দেশবিরোধী ও জনবিরোধী লুকানো মুখচ্ছবি দেশ ও জনগণের কাছে এখন স্পষ্ট।

‘লোক দেখানো মুক্তিযুদ্ধের চেতনা বিএনপির কাছে স্বার্থ হাসিলের হাতিয়ার। বিএনপির শাসনামলে হাওয়া ভবনের দুর্নীতি আর দলীয় নেতা-কর্মীদের নানা অপকর্মের কারণে দেশের অর্থনীতি মুখ থুবড়ে পড়েছিল। আওয়ামী লীগ সেই ক্ষত মুছে দেশকে এখন উন্নয়নশীল রাষ্ট্রে পরিণত করেছে।’

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ‘বিএনপি কেবল হাওয়া ভবনের টেকসই উন্নয়ন করলেও বর্তমান সরকার গোটা দেশের সামগ্রিক উন্নয়নের মাধ্যমে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে।

‘বিএনপি কথায় কথায় মানবাধিকারের কথা বলে। শেখ রাসেল, অবলা নারী, মেহেদি রাঙা হাতে নববধূ কী অপরাধ করেছিল? ২১ আগস্ট শেখ হাসিনাকে হত্যার যে রাষ্ট্রীয় সন্ত্রাস চালিয়েছিল, তখন মানবাধিকার কোথায় ছিল?’

নিউজটি শেয়ার করে আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
© All rights reserved © 2019-2020 । দৈনিক আজকের সংবাদ
Design and Developed by ThemesBazar.Com
SheraWeb.Com_2580