বিএনপি ও এর দোসররা দেশে বিভাজন তৈরি করতে চায় বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
তিনি বলেন, যারা নিজেরা এ দেশের স্বাধীনতা মেনে নিতে পারেনি, মেনে নিতে পারে না উন্নয়ন ও সমৃদ্ধি, তারাই দেশের ইমেজ নষ্ট করতে জাতিকে বিভাজন করে দুর্বল করতে চায়।
বুধবার নিয়মিত ব্রিফিংয়ে এসব কথা বলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।
ধর্মকে যারা রাজনৈতিক স্বার্থ হাসিলের জন্য ব্যবহার করে তারাই পরিকল্পিতভাবে দেশে বিভাজন তৈরি করতে চায় বলে এ সময় মন্তব্য করেন ওবায়দুল কাদের।
২০০১ সালে ক্ষমতায় আসার পর সংখ্যালঘুদের ওপর বিএনপির নির্মমতা ’৭১-কেও হার মানিয়েছিল উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, এখনো তারা সাম্প্রদায়িক রাজনীতি থেকে বেরিয়ে আসতে পারেনি।