বুধবার, ১৬ অক্টোবর ২০২৪, ০৬:০৭ অপরাহ্ন
শিরোনাম :

বিদ্যালয়ে স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিতের সুপারিশ

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত সময় : বুধবার, ২২ ডিসেম্বর, ২০২১
  • ১৭০ পাঠক পড়েছে

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভায় শিক্ষার্থীদের উৎসাহ উদ্দীপনার সাথে বিদ্যালয়ে যেতে অবকাঠামোগত উন্নয়নসহ স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিতের সুপারিশ করা হয়েছে।

বুধবার (২২ ডিসেম্বর) কমিটির সভাপতি মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে সংসদ ভবনে অনুষ্ঠিত সভায় এ সুপারিশ করা হয়।

কমিটির সদস্য প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন, মেহের আফরোজ, মো. নজরুল ইসলাম বাবু, শিরীন আখতার, ফেরদৌসী ইসলাম ও কাজী মনিরুল ইসলাম সভায় অংশ গ্রহণ করেন।

সভায় মন্ত্রণালয় ও এর আওতাধীন সংস্থাসমূহের উদ্ভাবনী কার্যক্রম ও কর্মপরিকল্পনা অনুযায়ী বাস্তবায়ন অগ্রগতি এবং নেপ কর্তৃক পরিচালিত চলমান গবেষণা কার্যক্রম সম্পর্কে বিস্তারিত আলোচনা হয়।

কমিটি পূর্বের জাতীয়করণকৃত প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে সমন্বয় করে শিক্ষকদের বদলীর বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সুপারিশ করে। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিবসহ মন্ত্রণালয় এবং সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ সভায় উপস্থিত ছিলেন।

 

 

নিউজটি শেয়ার করে আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
© All rights reserved © 2019-2020 । দৈনিক আজকের সংবাদ
Design and Developed by ThemesBazar.Com
SheraWeb.Com_2580