বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর ২০২৪, ০৩:৪৮ অপরাহ্ন
শিরোনাম :

বৃহত্তর সিলেট জুড়ে শসার বাম্পার ফলন!! কৃষকের মুখে হাসি

সিলেট প্রতিনিধি :
  • প্রকাশিত সময় : সোমবার, ১৯ এপ্রিল, ২০২১
  • ৩২০ পাঠক পড়েছে

বৃহত্তর সিলেট জেলা সহ বিভিন্ন উপজেলার গ্রাম গঞ্জে এ বছর বাম্পার শসার ফলন হয়েছে। একই সঙ্গে বেশি দামে বিক্রি করতে পেরে করোনা পরিস্থিতিতেও খুশি কৃষক।

এবার তারা শসা চাষ করে লাভের মুখ দেখেছেন বলে জানান। এ বছর সিলেটের হবিগঞ্জ, সুনামগঞ্জ, মৌলভীবাজার, সিলেট জেলার উপজেলার প্রায় সব ইউনিয়নের গ্রাম গঞ্জে প্রচুর পরিমান সবজি খেতের শসা চাষ হয়েছে। প্রতিদিন সিএনজি, পিকআপ ট্রাক শসা ও অন্যান্য সবজি সিলেট জেলার চাহিদা পুরণ হচ্ছে এবং দেশের অন্যান্য শহরে যাচ্ছে। কৃষকরা ফারুক মিয়া জানান, গাছ লাগানোর ৩০ থেকে ৩৫ দিনের মধ্যে শসা গাছে শসা ধরে। এর পরে ভালো যতœ এবং প্রয়োজনীয় সারের ব্যবহার করে ৩০ থেকে ৪০ দিন শসার ভালো ফলন পাওয়া যায়। প্রতিদিন এক একর জমি থেকে প্রায় ৭ থেকে ৮ মণ শসা বিক্রি করা সম্ভব। তিনি আরও বলেন, ‘আমি ২ বিঘা জমিতে শসা চাষ করেছি। গত ৮ দিন ধরে শসা বিক্রি করছি। এবার ফলন বেশি হয়েছে। আর প্রতি কেজি ৩০-৪০ টাকা পাইকারি দরে বিক্রি করছি।

শসা চাষি ময়না মিয়াসহ আরও কয়েকজন জানান, অনুকূল আবহাওয়ার কারণে এবার শসার ফলন খুব ভালো হয়েছে। কৃষি বিভাগও আমাদের অনেক সাহায্য করেছে। আমরা পাইকারদের কাছে প্রতি কেজি ৩০-৪০ টাকায় বিক্রি করছি। আমরা যদি এমন দাম পাই তবে এবার বেশ লাভ হবে। দিকে হবিগঞ্জের মাধবপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অফিসার আল মামুন বলেন, মাধবপুর উপজেলায় সবজি আবাদের উপর অতিরিক্ত জোর দেওয়া হয়েছে। সরকার সময়মত বীজ, সার ও ঋণ প্রবাহ সচল রেখেছেন।

সিলেট কৃষি সম্প্রসারণ জানায়- বিগত কয়েক বছরের তুলানায় এ বছর বৃহত্তর সিলেট জুড়ে বিভিন্ন সবজি সহ বিশেষ করে শসার বাম্পার ফলন হয়েছে। আমরাও কৃষকদের সব ধরণের কারিগরি সহযোগিতা ও বাজারজাত করণের পরামর্শ দিয়েছি। যাতে কৃষকরা লাভবান হতে পারে সেজন্য আমাদের সব ধরণের চেষ্টা রয়েছে।

 

নিউজটি শেয়ার করে আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
© All rights reserved © 2019-2020 । দৈনিক আজকের সংবাদ
Design and Developed by ThemesBazar.Com
SheraWeb.Com_2580