লাতিন আমেরিকার দেশ ব্রাজিলে করোনায় প্রাণহানি ৬ লাখ ছাড়িয়ে গেছে। এর আগের এতটা মৃত্যু দেখেছিল যুক্তরাষ্ট্র।
পরিসংখ্যান ভিত্তিক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটার শনিবার দুপুর ১২টা নাগাদ জানায়, সোয়া ২১ কোটি জনসংখ্যার দেশ ব্রাজিলে এ পর্যন্ত ২ কোটি ১৫ লাখ ৫০ হাজার ৭৩০ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। মারা গেছে ৬ লাখ ৪৯৩ জন।
করোনায় মৃতের নিরিখে বিশ্বে ব্রাজিলের স্থান দ্বিতীয়, আক্রান্তের হিসাবে দ্বিতীয়।
ভাইরাসটি প্রাদুর্ভাব মোকাবিলায় দেশটির সরকারের অব্যবস্থাপনা বিশ্বজুড়েই তীব্র সমালোচিত হয়েছে। প্রেসিডেন্ট জাইর বলসোনারো বারবার চরম বাস্তবতা অস্বীকার করেছেন। লকডাউন দেননি, এমনকি করোনাভাইরাসের অনুমোদিত টিকাগুলো নিয়ে সন্দেহ প্রকাশ করেন এবং জনসমক্ষে মাস্ক পরতে অস্বীকৃতি জানান।
এ দিকে এএফপি জানায়, লাতিন আমেরিকায় শুক্রবার পর্যন্ত করোনায় মৃত্যুর সংখ্যা ১৫ লাখ ছাড়িয়েছে।
সর্বশেষ হিসাবে মোট মৃত্যু ১৫ লাখ ৩৫০ জন ও আক্রান্তের সংখ্যা ৪ কোটি ৫০ লাখ ছাড়িয়েছে।
ব্রাজিলের পরেই মৃত্যুর সংখ্যায় মেক্সিকো, পেরু, কলম্বিয়া ও আর্জেন্টিনার অবস্থান। জনসংখ্যার অনুপাতে পেরুতে মৃত্যুর সংখ্যা বেশি। দেশটিতে প্রতি ১০ হাজারে ৬০৫ জনের মৃত্যু হয়েছে।
ওয়ার্ল্ডোমিটারের শনিবার দেওয়া হিসাবে সারা বিশ্বে এ পর্যন্ত ২৩ কোটি ৮০ লাখ ২১ হাজার ১৭২ জন মানুষ করোনায় আক্রান্ত হয়েছে। মারা গেছেন ৪৮ লাখ ৫৭ হাজার ৭৪৮ জন। সেরে উঠেছে ২১ কোটি ৫১ লাখ ৬৯ হাজার ৫৯১ হাজার মানুষ।
করোনায় আক্রান্ত ও মৃত্যুর নিরিখে ওয়ার্ল্ডোমিটারের তালিকায় প্রথমে রয়েছে যুক্তরাষ্ট্র। ৪ কোটি ৫১ লাখ ৩৫ হাজার ৬২০ জন আক্রান্তের বিপরীতে মারা গেছে ৭ লাখ ৩২ হাজার ৪৭৭ জন।
এরপর ভারতের আক্রান্ত হয় ৩ কোটি ৩৯ লাখ ৩৫ হাজার ৩০৯ জন ও মারা গেছে ৪ লাখ ৫০ হাজার ৪০৮ জন মানুষ।