শুক্রবার, ১৮ অক্টোবর ২০২৪, ০১:২৯ অপরাহ্ন
শিরোনাম :

ভারতের পাঞ্জাবে আদালত ভবনে বিস্ফোরণ, নিহত ২

আন্তর্জাতিক ডেস্ক
  • প্রকাশিত সময় : বৃহস্পতিবার, ২৩ ডিসেম্বর, ২০২১
  • ২০৫ পাঠক পড়েছে

ভারতের পাঞ্জাবের লুধিয়ানা জেলার একটি আদালত ভবনে বিস্ফোরণে কমপক্ষে দুজন মারা গেছে। আজ বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

ভারতের গণমাধ্যম এনডিটিভির খবরে বলা হয়েছে, বিস্ফোরণে কমপক্ষে চারজন গুরুতর আহত হয়েছেন। ভবনের একটি শৌচাগারে এ বিস্ফোরণের ঘটনা ঘটে।

পুলিশ ওই ভবন ঘিরে রেখেছে। তবে কী কারণে এ বিস্ফোরণ, তা জানা যায়নি। পুলিশের পক্ষ থেকেও এ নিয়ে এখনো কিছু জানানো হয়নি।

পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, তৃতীয় তলায় ওই বিস্ফোরণ হয়। এতে ওই ভবনের দেয়াল ও কাচ ভেঙে গেছে। অগ্নিনির্বাপণ বিভাগের কর্মীরা ঘটনাস্থলে রয়েছেন।

পাঞ্জাবের লুধিয়ানা শহরে যেখানে জেলা কমিশনারের কার্যালয়, তার পাশেই এ আদালত ভবন। এ আদালত ভবন ও কমিশনারের কার্যালয় শহরের কেন্দ্রে।

বার্তা সংস্থা এএনআইয়ের খবরে বলা হয়েছে, যখন এ বিস্ফোরণের ঘটনা ঘটে, তখন আদালতের কার্যক্রম চলছিল। যে ভবনে এ বিস্ফোরণের ঘটনা ঘটেছে, সেই ভবনে আটটি আদালতকক্ষ রয়েছে।

নিউজটি শেয়ার করে আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
© All rights reserved © 2019-2020 । দৈনিক আজকের সংবাদ
Design and Developed by ThemesBazar.Com
SheraWeb.Com_2580