শনিবার, ১২ অক্টোবর ২০২৪, ০২:৪৭ অপরাহ্ন
শিরোনাম :

ভারতে একদিনে আরও ৬৭০ কোভিড রোগীর প্রাণহানি

নিউজ ডেক্স:
  • প্রকাশিত সময় : শুক্রবার, ৬ নভেম্বর, ২০২০
  • ৩৮১ পাঠক পড়েছে

ভারতে গত ২৪ ঘণ্টায় ৪৭ হাজার ৬৩৮ জন নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন। এ নিয়ে দেশটিতে মোট কোভিড রোগীর সংখ্যা দাঁড়াল ৮৪ লাখ ১১ হাজার ৭২৪ জনে।

এই সময়ে মারা গেছেন ৬৭০ জন। এখন পর্যন্ত ১ লাখ ২৪ হাজার ৯৮৫ জনের প্রাণ কেড়েছে করোনাভাইরাস।

এ ছাড়া গত ২৪ ঘণ্টায় দেশটিতে ৫৪ হাজার ১৫৭ জন সুস্থসহ মোট সুস্থ হয়েছেন ৭৭ লাখ ৬৫ হাজার ৯৬৬ জন।

শুক্রবার ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয় প্রকাশিত এক বুলেটিনে করোনা সংক্রমণ পরিস্থিতির সর্বশেষ এ তথ্য জানানো হয়। খবর এএনআই।

ভারতে বেশ কয়েক দিন ধরেই দৈনিক মৃত্যু ৫০০ নিচে থাকার পর গত দুদিনে তা আবার বেশি লক্ষ্য করা যাচ্ছে।

বিশ্বের দ্বিতীয় জনবহুল এ দেশটিতে গত ২৪ ঘণ্টায় যত রোগী মারা গেছে তার প্রায় এক-তৃতীয়াংশ মৃত্যুই হয়েছে মহারাষ্ট্র রাজ্যে। দ্বিতীয় ও তৃতীয় তালিকায় রয়েছে কর্নাটক ও তামিলনাড়ু।

এর পর ক্রমান্বয়ে রয়েছে উত্তরপ্রদেশ, অন্ধ্রপ্রদেশ, পশ্চিমবঙ্গ ও দিল্লি। পাঞ্জাব, গুজরাট, মধ্যপ্রদেশ, ছত্তীশগড়, রাজস্থান, হরিয়ানাতেও মৃত্যু সংখ্যা উল্লেখযোগ্য।

এ ছাড়া গত কয়েক দিনে নতুন আক্রান্তের থেকে সুস্থ বেশি হওয়ায় কমছে সক্রিয় রোগীর সংখ্যা। এখন দেশে মোট সক্রিয় রোগীর সংখ্যা ৫ লাখ ২০ হাজার ৭৭৩ জন।

নিউজটি শেয়ার করে আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
© All rights reserved © 2019-2020 । দৈনিক আজকের সংবাদ
Design and Developed by ThemesBazar.Com
SheraWeb.Com_2580