জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিনজনের মৃত্যু হয়েছে। সোমবার সকাল ১১টার দিকে মাদারগঞ্জের শ্যামগঞ্জ কালীবাড়ী বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
মৃত বক্তিরা হলেন- মাদারগঞ্জ উপজেলার লটাবর গ্রামের বিন্দু মিয়ার ছেলে মিন্টু (২৫), চর লুটাবর এলকায় মৃত মোফাজ্জল হকের ছেলে রাজু (২৫) ও মেলান্দহ উপজেলার মাহমুদ গ্রামের মৃত আজিম উদ্দিনের ছেলে ইলিম (৬৫)।
স্থানীয়রা জানায়, সকালে শ্যামগঞ্জ কালীবাড়ী বাজারে মিন্টু মিয়ার মালিকানাধীন মিম বেকারির পুরাতন টিনের ঘর সংস্কারের জন্য ভাঙা হচ্ছিল। এ সময় ওই তিনজন ঘরের একটি টিনের বেড়া সরানোর সময় সেটি বিদ্যুতের তারের সংস্পর্শে আসে। এতে টিনের বেড়া বিদ্যুতায়িত হয়ে ঘটনাস্থলেই তিনজন মারা যান।
মাদারগঞ্জ উপজেলার সাত নম্বর সিধুলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহাবুবুল আলম মিরন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পারিবারিকভাবে কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মৃতদের মরদেহ দফনের অনুমতি দেওয়া হয়েছে।