মির্জাগঞ্জ রিপোর্টার্স ইউনিটির উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ইফতার মাহফিলে মহামারি করোনায় বিপর্যস্ত বিশ্ব মানবের কল্যাণ কামনা করে বিশেষ দোয়া-মোনাজাত করা হয়। মোনাজাতে আমাদের উন্নয়নশীল মাতৃভূমির সর্বাঙ্গীন কল্যান ও উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করা হয়।
গতকাল শনিবার সন্ধ্যায় উপজেলার সুবিদখালী মহিলা কলেজের হলরুমে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয় । এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মির্জাগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ মনিরুজ্জামান হাওলাদার। বিশেষ অতিথি হিসেবে ছিলেন, মির্জাগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ( ভারপ্রাপ্ত) আবদুস সালাম, (বিএমএসএফ) মির্জাগঞ্জ শাখার সাধারণ সম্পাদক মোঃ রিয়াজ হোসাইন ।
সংগঠনের সভাপতি ডঃ মো. আবদুর রহমানের সভাপতিত্বে ইফতার মাহফিল সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক মোঃ সোহাগ হোসেন । এতে আরো উপস্থিত ছিলেন, রিপোর্টার্স ইউনিটির সহ-সভাপতি মোঃ ইলিয়াস হোসাইন, মোঃ আবুল কালাম আজাদ, যুগ্ম সম্পাদক মোঃ রনি খান, একেএম আল আমিন,সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মুবিনসহ সকল সদস্যবৃন্দরা।