মিয়ানমারের সামরিক অভ্যুত্থানের প্রতিবাদে অভ্যুত্থানবিরোধী আন্দোলনে নিরাপত্তা বাহিনীর গুলিতে অন্তত নয়জন বিক্ষোভকারী নিহত হয়েছেন। আজ বুধবার মিয়ানমারের দ্বিতীয় বৃহত্তম শহর মান্দালয়ে এ ঘটনা ঘটে। এ সময় বেশ কয়েকজন আহত হয়েছেন বলে প্রত্যক্ষদর্শীদের বরাতে জানিয়েছে সংবাদ সংস্থা রয়টার্স। একজন বিক্ষোভকারীকে সরাসরি বুকে গুলি করে হত্যা করা হয়েছে এবং অপর একজন ১৯ বছর বয়সী তরুণী মাথায় গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন।
অনলাইনে সরাসরি সম্প্রচারিত এক ভিডিওতে শহরটিতে কাঁদুনে গ্যাসের ধোঁয়ার মধ্যে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ হয়ে যেতে দেখা গেছে। শিক্ষকদের ইউনিফর্ম পরা এক নারী আর্তনাদ করে বলে ওঠেন, ‘ওহ আমার চোখ, চোখ ব্যথা করছে’। বার্তা সংস্থা রয়টার্স জানায়, দক্ষিণপূর্ব এশিয়ায় প্রতিবেশী দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীরা মঙ্গলবার মিয়ানমারের সামরিক বাহিনীকে সংযম দেখানোর আহ্বান জানানোর একদিন পর বুধবার নিরাপত্তা বাহিনীর গুলিবর্ষণে হতাহতের এসব ঘটনা ঘটল।
উল্লেখ্য, গত ১ ফেব্রুয়ারি সামরিক অভ্যুত্থানের পর থেকেই মিয়ানমারজুড়ে অস্থিরতা বিরাজ করছে। এতে ৫০ বছরেরও বেশি সময় ধরে সামরিক শাসনের অধীনে থাকা দেশটির গণতান্ত্রিক অগ্রযাত্রা রুদ্ধ হয়ে গেছে। অভ্যুত্থানের পর থেকেই সামরিক শাসন বিরোধী গণতন্ত্রপন্থীরা রাস্তায় নেমে বিক্ষোভ দেখাচ্ছেন। প্রথম দিকে সংযম দেখালেও গত কয়েকদিন ধরে বিক্ষোভ দমনে সহিংসপন্থা নিয়েছে দেশটির নিরাপত্তা বাহিনী। পুলিশের গুলিতে গতকাল মঙ্গলবার পর্যন্ত অন্তত ২১ জন প্রতিবাদকারী নিহত হয়েছেন। সহিংসতায় একজন পুলিশও নিহত হয়েছেন বলে দেশটির সেনাবাহিনী জানিয়েছে।