মেডিকেল ভর্তি পরীক্ষায় চান্স না পেয়ে তনিমা রহমান নিহা (২০) নামে এক শিক্ষার্থী ছাদ থেকে লাফ দিয়ে আত্মহত্যা করেছেন।
বুধবার ঢামেক পুলিশ ক্যাম্পের পুলিশ ইন্সপেক্টর বাচ্চু মিয়া ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। তনিমা সাতক্ষীরার তালা উপজেলার মো. মিজানুর রহমানের মেয়ে। তিনি পরিবারের সঙ্গে দক্ষিণ মুগদায় ৭৪/এ সাত তলা ভবনের তৃতীয় তলায় থাকতেন।
নিহতের বাবা মো. মিজানুর রহমান বলেন, ছোট থেকেই তনিমার ডাক্তারি পড়ার ইচ্ছা ছিল। সেই আশায় এবার মেডিকেলে ভর্তি পরীক্ষা দিয়েছিল। পাস না করায় সে মানসিকভাবে ভেঙে পড়ে। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় কাউকে না জানিয়ে বাড়ির ছাদে যায়। সেখান থেকে অসাবধানতাবশত পড়ে গেছে, নাকি লাফ দিয়েছে তা বলতে পারব না।
তিনি আরও বলেন, আহত অবস্থায় তনিমাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঢামেক পুলিশ ক্যাম্পের পুলিশ ইন্সপেক্টর বাচ্চু মিয়া বলেন, মেডিকেলে ভর্তি পরীক্ষায় পাস না করায় হতাশ হয়ে ওই শিক্ষার্থী ৭ তলা ছাদ থেকে লাফ দিয়ে আত্মহত্যা করে বলে জানা গেছে। মরদেহটি ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে।