বৃহস্পতিবার, ১৭ অক্টোবর ২০২৪, ০৩:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :

মোদির সফরের লক্ষ্য পশ্চিমবঙ্গের নির্বাচন প্রভাবিত করা: ফখরুল

নিজস্ব প্রতিবেদক :
  • প্রকাশিত সময় : মঙ্গলবার, ২৩ মার্চ, ২০২১
  • ৩৩২ পাঠক পড়েছে

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ সফরের মূল লক্ষ্য পশ্চিমবঙ্গের নির্বাচন প্রভাবিত করা বলে দাবি করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সরকার জনগণকে বাদ দিয়ে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদ্‌যাপন করছে বলেও অভিযোগ করেছেন তিনি।

মঙ্গলবার হলিফ্যামিলি রেডক্রিসেন্ট মেডিকেল কলেজ হাসপাতালে বিএনপি নেতা হাবিব-উন-নবী খান সোহেলকে দেখতে গিয়ে এসব কথা বলেন মির্জা ফখরুল।

তিনি বলেন, সরকার জনগণকে বাদ দিয়ে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদ্‌যাপন করছে। মুক্তিযোদ্ধা ও রাজনৈতিক দলগুলোকে বাদ দেওয়া হয়েছে।

এ সময় বিএনপি মহাসচিব বলেন, নরেন্দ্র মোদির বাংলাদেশ সফরের মূল লক্ষ্য পশ্চিমবঙ্গের নির্বাচনকে প্রভাবিত করা।

বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব বিপন্ন করা হয়েছে মন্তব্য করে তিনি বলেন, ভারতের সঙ্গে সীমান্ত হত্যা, পানি সমস্যার মতো অমীমাংসিত ইস্যুগুলোর সুরাহা না হলে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক স্থায়ী হবে না।

এছাড়া মির্জা ফখরুল বলেন, করোনার উদ্ভূত পরিস্থিতি মোকাবিলা করতে ব্যর্থ সরকার। করোনা ইস্যুতেও দুর্নীতি করতে চায়। সরকারের আন্তরিকতার অভাব রয়েছে।

তিনি বলেন, সব রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে রোডম্যাপ তৈরি করা উচিত ছিল সরকারের। করোনা মারাত্মকভাবে বেড়ে গেছে। সবকিছু বাদ দিয়ে জরুরি ভিত্তিতে আলোচনার মাধ্যমে করোনা মোকাবিলা করা প্রয়োজন।

 

নিউজটি শেয়ার করে আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
© All rights reserved © 2019-2020 । দৈনিক আজকের সংবাদ
Design and Developed by ThemesBazar.Com
SheraWeb.Com_2580