শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০২:৫০ অপরাহ্ন
শিরোনাম :
দৈনিক আজকের সংবাদ পত্রিকার সংবাদ পড়তে এখন থেকে আমাদের নতুন ওয়েবসাইট www.dailyajkersangbad.com ভিজিট করুন। টাংগাইল বন বিভাগের দোখলা সদর বন বীটে সুফল প্রকল্পে হরিলুট আগ্রাবাদ ফরেস্ট কলোনী বালিকা বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি হলেন মোজাম্মেল হক শাহ চৌধুরী ফৌজদারহাট বিট কাম চেক স্টেশন এর নির্মানাধীন অফিসের চলমান কাজ পরিদর্শন নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু নির্মাণ করায় দেশের ভাবমূর্তি উজ্জ্বল হয়েছে: প্রধানমন্ত্রী আওয়ামী লীগ ২০৪১ সাল পর্যন্ত ক্ষমতায় থাকবে: শেখ সেলিম সুন্দরবন পূর্ব বন বিভাগের করমজল ইকোট্যুরিজম কেন্দ্র চলছে সীমাহীন অনিয়ম এলজিইডির কুমিল্লা জেলা প্রকল্পের পিডি শরীফ হোসেনের অনিয়ম যুবলীগে পদ পেতে উপঢৌকন দিতে হবে না: পরশ নির্বাচন যুদ্ধক্ষেত্র নয়, পেশি শক্তির মানসিকতা পরিহার করতে হবে: সিইসি

রংপুরে নারী সাংবাদিকের ওপর হামলার ঘটনায় জড়িতদের দ্রুত বিচার নিশ্চিতের দাবী নাসাস’র

নিজস্ব প্রতিবেদক :
  • প্রকাশিত সময় : সোমবার, ২৭ সেপ্টেম্বর, ২০২১
  • ২২২ পাঠক পড়েছে

রংপুর রিপোর্টার্স ক্লাবের সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক আফরোজা সরকারসহ ৫ সাংবাদিকের ওপর বহিরাগত সন্ত্রাসীদের হামলার ঘটনায় গভীর উদ্বেগ ও তীব্র নিন্দা প্রকাশ করেছে নারী সাংবাদিক সংঘ (নাসাস)।

তৃণমূল পর্যায়ে কর্মরত নারী গণমাধ্যকর্মীরা কতটা নিরাপত্তাহীন ক্লাবের অভ্যন্তরে প্রকাশ্যে এই হামলায় সেই দু:খজনক চিত্রই ফুটে উঠেছে।

এ ঘটনার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে হামলায় জড়িত সকলের দ্রুত গ্রেপ্তার ও বিচার নিশ্চিতের জোর দাবি জানিয়েছে নারী সাংবাদিক সংঘ নাসাস।

গণমাধ্যম সূত্রে জানা গেছে, গত ২৪ সেপ্টেম্বর ২০২১ তারিখ বিকেলে রংপুর রিপোর্টার্স ক্লাবের পূর্ব ঘোষিত দ্বিবার্ষিক সাধারণ সভা শেষে কিছু বহিরাগত সন্ত্রাসী এসে অতর্কিত হামলা চালায় ।এসময় তারা ক্লাবের সদস্যদেরকে মারধর করতে শুরু করে। এতে ক্লাবের ৫ জন সদস্য আহত হন। আহতদের মধ্যে ক্লাবের নবনির্বাচিত যুগ্ম সাধারণ সম্পাদক আজম পারভেজ ও সাহিত্য ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক আফরোজো সরকারের অবস্থা গুরুতর। তারা বর্তমানে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। হামলাকারীরা এসময় চেয়ার, টেবিল, ফ্যানসহ বিভিন্ন আসবাবপত্র ভাঙচুর করে।

নারী সাংবাদিক সংঘ নাসাসের বিবৃতিতে বলা হয়, ‘পেশাদারিত্বের জায়গায় নারীরা বরাবরই নানা বৈষম্যের শিকার। পুরুষতান্ত্রিক সমাজে সামন্তীয় আচরণ, নিরাপত্তার অভাব এবং অর্থনৈতিকসহ নানা বৈষম্যের মধ্য দিয়ে সাংবাদিকতার মতো একটি চ্যালেঞ্জিং পেশায় নারীরা টিকে থাকার চেষ্টা করছে। সেখানে নারী সাংবাদিকের উপর হামলা করে তার শ্লীলতাহানি করার চেষ্টা,পিটিয়ে জখম করা এটি বর্বরোচিত এবং ঘৃণ্য অপরাধ। এটি প্রমাণ করে যে, সাংবাদিকতায় নারীদের প্রবেশে বাঁধাগ্রস্ত করার পাশাপাশি স্বাধীন সাংবাদিকতার পথকে রুদ্ধ করার একটি ষড়যন্ত্র।

বিবৃতিতে আরো বলা হয়, গণমাধ্যমকর্মীদের জন্য যেসব ক্লাব গঠন করা হয়, দুঃখজনকভাবে সত্যি যে ক্লাবগুলোতে বিভিন্ন গ্রুপিং করা হয়। যেখানে নিউজ চর্চা করার থেকে হুইসপারিং বেশি করা হয়। ক্ষমতা আর অর্থের লোভে পদ পাওয়ার জন্য আজকাল গণমাধ্যমকর্মীগণ বিভিন্ন ধরনের হিংস্রতার আশ্রয় নেয়। যার ফলশ্রুতিতে ঘটে নানা ধরনের হামলা। গণমাধ্যমকর্মীগণ মূল কাজ থেকে সরে গিয়ে ক্ষমতা লাভের মধ্য দিয়ে বর্তমান ব্যবস্থায় টিকে থাকার জন্য যা না তাই করে বসে। এ ধরনের চর্চা থেকে বেড়িয়ে আসা উচিত সকলের। সাংবাদিক আফরোজাসহ ক্লাবের ভেতর অন্যান্যদের উপর যে হামলা করা হলো তা ন্যাক্কারজনক একটি ঘটনা।
প্রশাসনের কাছে আহবান সাংবাদিক আফরোজাসহ সকল আহত সাংবাদিকদের চিকিৎসার খরচ বহন করাসহ ঘটনার নিরপেক্ষ তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হোক।

নিউজটি শেয়ার করে আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
© All rights reserved © 2019-2020 । দৈনিক আজকের সংবাদ
Design and Developed by ThemesBazar.Com
SheraWeb.Com_2580