সোমবার, ০৭ অক্টোবর ২০২৪, ০৩:২১ পূর্বাহ্ন
শিরোনাম :

রংপুর থেকে প্রকাশিত ৮টি পত্রিকার ডিক্লারেশন বাতিল

নিজস্ব প্রতিবেদক :
  • প্রকাশিত সময় : মঙ্গলবার, ১৪ সেপ্টেম্বর, ২০২১
  • ২২৮ পাঠক পড়েছে

রংপুর থেকে প্রকাশিত ৮টি পত্রিকার ঘোষণাপত্র (ডিক্লারেশন) বাতিল করা হয়েছে। মঙ্গলবার বিকালে বিষয়টি নিশ্চিত করেন রংপুরের জেলা প্রশাসক আসিব আহসান।

পত্রিকাগুলো হলো- দৈনিক গণআলো (প্রকাশক-সেরাফুল হোসেন), দৈনিক নতুন স্বপ্ন (প্রকাশক-আব্দুল আজিজ চৌধুরী সাঈদ), দৈনিক বাহের সংবাদ (প্রকাশক-সৈয়দা নাসরিন সুলতানা), দৈনিক রংপুর চিত্র (প্রকাশক-এএসএম রুবাইয়াত ফারমান), সাপ্তাহিক উত্তরের হালচাল (প্রকাশক-শাহ্ আলম কবির), সাপ্তাহিক তুফান (প্রকাশক-আব্দুল হালিম আনছারী), সাপ্তাহিক কাউনিয়া (প্রকাশক- শাহ্ মোব্বাসারুল ইসলাম) ও সাপ্তাহিক সমর্থন (প্রকাশক- দেবাশীষ দাস)।

রংপুর জেলা প্রশাসনের জুডিসিয়াল মুন্সিখানা সূত্র জানিয়েছে, ‘ছাপাখানা ও প্রকাশনা (ঘোষণা ও নিবন্ধিকরণ) আইন-১৯৭৩’ অনুসারে নিষিদ্ধ পত্রিকাগুলো তিন মাস বা তার অধিক সময় যাবত প্রকাশিত হয়নি। এসব পত্রিকার সম্পাদক ও প্রকাশক পত্রিকার প্রকাশনা অব্যাহত না রাখার কারণ জানাতে ব্যর্থ হয়েছে। এ কারণে আইনের ৯ ধারার (৩-ক) উপধারার বিধান মোতাবেক আটটি পত্রিকার ঘোষণাপত্র বাতিল করে পরবর্তী মুদ্রণ, বিতরণ ও প্রকাশনা নিষিদ্ধ করা হয়েছে।

জেলা প্রশাসক আসিব আহসান বলেন, পত্রিকাগুলো নিয়মিত প্রকাশিত না হওয়ায় কারণ দর্শাতে নোটিশ করা হয়। এতে দৈনিক গণআলো ও দৈনিক নতুন স্বপ্নসহ চারটি সাপ্তাহিক পত্রিকার প্রকাশকের সন্তোষজনক জবাব পাওয়া যায়নি । এছাড়া দৈনিক বাহের সংবাদ ও দৈনিক রংপুর চিত্রের প্রকাশকদের কাছ থেকে কোনো জবাব মেলেনি। এ কারণে আইন অনুযায়ী আটটি পত্রিকার ঘোষণাপত্র (ডিক্লারেশন) বাতিল করা হয়।

 

নিউজটি শেয়ার করে আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
© All rights reserved © 2019-2020 । দৈনিক আজকের সংবাদ
Design and Developed by ThemesBazar.Com
SheraWeb.Com_2580