ঈদুল আযহা উপলক্ষে রাজধানীর পশুর হাটগুলোতে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে পশুর বেচাকেনা। তবে হাটে যারা আসছেন তারা দরদাম করেই চলে যাচ্ছেন। ক্রেতাদের অভিযোগ, হাটে পর্যাপ্ত কোরবানির পশু থাকলেও বিক্রেতারা দাম চাচ্ছেন বেশি।
কড়া দরকষাকষির পর ১ লাখ ৬৮ হাজার টাকায় গরু কিনলেন রাজধানীর গোলাপবাগ পশুর হাটের এই ক্রেতা। কিনে তিনি যেমন খুশি, তেমনি খুশি বিক্রেতাও।
আনুষ্ঠানিকভাবে পশু বেচাকেনার প্রথম দিনে হাটে ভিড় বাড়লেও বেচাবিক্রি আশানুরুপ নেই। অনেকটা অলস সময় পার করছেন বিক্রেতারা। যারা হাটে আসছেন তারা দামাদামি করে চলে যাচ্ছেন। তবে ক্রেতাদের অভিযোগ হাটে পর্যাপ্ত কোরবানির পশু থাকলেও বিক্রেতারা দাম হাকছেন বেশি।
সরেজমিনে দেখা যায়, স্বাস্থ্যবিধি মেনে চলতে ক্রেতা-বিক্রেতা উভয়ই উদাসীন। যদিও হাট কর্তৃপক্ষের দাবি যথাযথ নিয়ম অনুযায়ী চলছে বেচাকেনা।
এবার সবগুলো হাটেই কোরবানির পশু বিক্রির হাসিল নির্ধারণ করা হয়েছে ৫ শতাংশ হারে।