রাজশাহী মহানগরীর শাহমখদুম থানার সিটি হাট এলাকায় একটি ড্রামের মধ্যে লাশ পাওয়া গেছে।
শুক্রবার সকালে এলাকাবাসীর কাছ থেকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। তারা একটি ড্রামের মধ্যে লাশ দেখতে পান। লাশটি নারীর নাকি পুরুষের তা পুলিশ শনাক্ত করতে পারেনি।
শাহমখদুম থানার ওসি সাইফুল ইসলাম সরকার জানান, খবর পেয়ে তিনি ফোর্সসহ ঘটনাস্থলে রয়েছেন। ড্রামটির ভেতরে একটি লাশ দেখা যাচ্ছে। তবে সিআইডির ক্রাইম সিন না আসার কারণে ড্রাম থেকে লাশটি বের করা হয়নি।
তিনি আরও বলেন, ধারণা করা হচ্ছে অন্য কোথাও হত্যার পর লাশটি ড্রামে ভরে ওই এলাকায় কেউ ফেলে রেখে গেছে।
লাশটি বের করা হলে নাম পরিচয় শনাক্তের চেষ্টা করা হবে বলে জানান ওসি।