সারাদেশে মামলা দিয়ে আবেদনকারীদের হয়রানির অভিযোগ এনে রাজারবাগ দরবার শরিফের পীর ও তার মুরিদদের বিরুদ্ধে হাইকোর্টে রিট করা হয়েছে। সারাদেশের অন্তত ২০ ভুক্তভোগী বৃহস্পতিবার হাইকোর্টে এ রিট করেন।
আবেদনে পীর ও তার মুরিদদের বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা নেওয়ার কেন নির্দেশ দেওয়া হবে না এ মর্মে রুল জারির আর্জি জানানো হয়েছে।
এছাড়া রাজারবাগ দরবার শরিফের পীর দিল্লুর রহমানের সম্পত্তি এবং ব্যাংক হিসাব তদন্ত করে একটি প্রতিবেদন দাখিল করতে দুদক চেয়ারম্যানের প্রতি নির্দেশনা চাওয়া হয়েছে।
একইসঙ্গে আবেদনকারীদের বিরুদ্ধে সারাদেশে করা মামলার বিষয়ে একটি তদন্ত চাওয়া হয়েছে। রিট আবেদনে স্বরাষ্ট্র সচিব ও আইজিপিসহ ২০ জনকে বিবাদী করা হয়েছে।
আবেদনের বিষয়টি নিশ্চিত করেছেন আইনজীবী মোহাম্মদ শিশির মনির।