রাজারহাটে জাতীয় ভোটার দিবসে ১০ জন ভোটার কে স্মার্ট কার্ড দিয়ে শুভ উদ্বোধন করা হয়।
মঙ্গলবার সকালে উপজেলা অফিসার্স ক্লাবে এ-উপলক্ষ্যে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলার ৭ টি ইউনিয়নে ২০১৯ সালে যারা ভোটার হয়েছে তাদের সবাই কে শনিবার থেকে স্মার্ট কার্ড দেওয়া হবে।
উক্ত অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার নুরে তাসনিম,উপজেলা ভাইস চেয়ারম্যান আশিকুল ইসলাম সাবু। অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন,রাজারহাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ,উপজেলা সমবায় কর্মকর্তা মোঃ শাহ আলম,উপজেলা মৎস্য কর্মকর্তা আরিফুল ইসলাম, ছিনাই ইউনিয়ন চেয়ারম্যান নুরুজ্জামান হক বুলু,চাকির পশার ইউনিয়ন চেয়ারম্যান আবুল কালাম আজাদ প্রমূখ।