চলতি মৌসুমের শুরুতে স্প্যানিশ লা লিগায় একক আধিপত্য ছিল আতলেতিকো মাদ্রিদের। রিয়াল ও বার্সেলোনা দুই দলের চেয়ে এখনো এগিয়ে আছে দলটি।
ব্যাপারটা এমন হয়ে দাঁড়িয়েছে যে, প্রতিদ্বন্দ্বীদেরও জয় চাচ্ছে বার্সেলোনা। পয়েন্ট তালিকার শীর্ষে থাকা আতলেতিকো মাদ্রিদের বিপক্ষে রিয়াল মাদ্রিদ জিতলে যে তাদেরও লাভ। পয়েন্টে এগিয়ে থাকা দলের হার চান বলে বার্সেলোনা কোচ রোনাল্ড কুমান জানিয়েছেন।
তিনি বলেন, তালিকার শীর্ষে থাকা দলের পয়েন্ট হারানো সবসময়ই খুব ভালো। তবে তাদের ম্যাচ নিয়ে আমাদের পড়ে থাকার কিছু নেই। কারণ আমরা যদি না জিতি। প্রথম চিন্তা হলো আমাদের ম্যাচ নিয়ে। আমাদের জিততেই হবে।
বর্তমানে ২৪ ম্যাচ খেলে ১৮ জয়, চার ড্র ও দুই হার নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে আছে অ্যাতলেতিকো। এক ম্যাচ বেশি খেলে রিয়ালের পয়েন্ট ৫৩, তারা আছে তিনে। অন্যদিকে কোম্যান শীর্ষরা রিয়ালের সমান ম্যাচ খেলে সমান পয়েন্ট নিয়ে আছে দুইয়ে।
আগামীকাল রোববার ওয়ান্দা মেত্রোপলিতানো স্টেডিয়ামে মুখোমুখি হবে মাদ্রিদের দল দুটি।