পরীক্ষাগার থেকে নয়, বরং বাদুড়ের শরীর থেকে প্রাণীদের মাধ্যমে মানুষের শরীরে করোনাভাইরাস (কভিড-১৯) ছড়িয়েছে বলে বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) রিপোর্টে উঠে এসেছে।
সংবাদ সংস্থা দ্য অ্যাসোসিয়েটেড প্রেস (এপি) এর বরাত দিয়ে আনন্দবাজার এ কথা জানিয়েছে।
এপি জানায়, তাদের হাতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার এ সংক্রান্ত একটি প্রাথমিক রিপোর্ট এসেছে।
সম্প্রতি চীনে গিয়ে একটি গবেষণা চালিয়েছে বৈশ্বিক সংস্থাটি। এই গবেষণায় চীনা সরকারও যুক্ত ছিল। সেই গবেষণার রিপোর্ট অবশ্য এখনো প্রকাশিত হয়নি।
প্রাথমিক রিপোর্টে বলা হয়েছে, চীনের ল্যাবরেটরি থেকে কোনোভাবে এই ভাইরাস ছড়িয়ে পড়ার প্রমাণ পাওয়া যায়নি। মনে হচ্ছে, বাদুড়ের শরীর থেকে প্রাণীদের মাধ্যমেই মানুষের শরীরে ছড়িয়েছে এই ভাইরাস।
গত ২০১৯ সালে চীনের উহান থেকে করোনাভাইরাস ছড়িয়ে পড়ার পরে আঙুল উঠেছিল চীনের দিকে। অনেক দেশ অভিযোগ করেছিল, চীনের একটি পরীক্ষাগার থেকে কোনোভাবে এই ভাইরাস ছড়িয়ে পড়েছে।
এদিকে গত ২৪ ঘণ্টা বিশ্বে নতুন করে প্রায় ৪ লাখ ৮৬ হাজার করোনা রোগী শনাক্ত হয়েছে। এ নিয়ে করোনার মোট সংক্রমণ প্রায় ১২ কোটি ৭৭ লাখ ৭০ হাজারে দাঁড়িয়েছে।
একদিনে আরও ৬ হাজার ৭৮৯ মৃত্যু নিয়ে করোনায় মৃতের সংখ্যা ২৭ লাখ ৯৬ হাজার ছাড়িয়ে গেছে। এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ১০ কোটি ২৯ লাখ ৫৩ হাজারের মতো রোগী।