শিক্ষকের পানির জগ ব্যবহার করার অপরাধে রংপুরের গঙ্গাচড়ায় দুই ছাত্রকে মারধরের ঘটনায় হাফেজ মো. মোস্তাকিন বিল্যাহ (৩০) নামে এক শিক্ষককে গ্রেফতার করেছে পুলিশ।
রোববার সকালে একছাত্রের বাবা আব্দুল মালেক বাদী হয়ে মামলা দায়েরের পর মাদরাসা থেকে তাকে আটক করা হয়। তিনি উপজেলার উত্তর বিরাবাড়ি এলাকার শাহ আলম মিয়ার ছেলে।
এর আগে শনিবার দুপুরে শিক্ষকের ব্যক্তিগত পানির জগ অনুমতি না নিয়ে ব্যবহার করার কারণে মাসুদ রানা (১৩) ও শামীম মিয়া (১৪) নামে দুই ছাত্রকে লাঠি দিয়ে বেধড়ক মারধর করেন স্থানীয় ইয়াহিয়া উলুম হাফিজিয়া মাদরাসার শিক্ষক মোস্তাকিন বিল্লাহ।
পুলিশ ও স্থানীয়রা জানান, মাসুদ রানা ও শামীম মিয়া মাদরাসায় থেকে পড়াশোনা করতো। ঘটনার দিন শনিবার (১৩ মার্চ) দুপুরে ব্যক্তিগত পানির জগ অনুমতি না নিয়ে ব্যবহার করার কারণে ওই দুই ছাত্রকে লাঠি দিয়ে বেদম মারধার করেন শিক্ষক মোস্তাকিন বিল্লাহ। পরে কয়েকজন ছাত্র রাত ১টার দিকে থানায় গিয়ে ঘটনাটি জানায়। খবর পেয়ে রাতেই ওই শিক্ষককে আটক করে সকালে মামলা দায়েরের পর তাকে ওই মামলায় গ্রেফতার দেখানো হয়। রোববার (১৪ মার্চ) দুপুরে ওই শিক্ষককে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
গঙ্গাচড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুশান্ত কুমার সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘আটক শিক্ষককে জেল-হাজতে পাঠানো হয়েছে।’