শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরে মহাপরিচালক (ডিজি) হিসেবে যোগদান করছেন মোবারা খানম। আজ রবিবার তিনি দায়িত্ব গ্রহণ করবেন। এর আগে তিনি কমলাপুরের কাস্টম হাউজ আইসিডির কমিশনার হিসেবে কর্মরত ছিলেন।
দায়িত্ব পালনকালে গত ২০২০-২১ অর্থবছরে (মার্চ পর্যন্ত) কমলাপুর আইসিডিতে রাজস্ব আদায় হয়েছিল ২ হাজার ৬০৪ কোটি ৮৪ লাখ টাকা। চলতি বছরে রাজস্ব আহরণ বৃদ্ধি পেয়ে দাঁড়ায় ৩ হাজার ২১৬ কোটি ৩১ লাখ টাকা। ২০২১-২২ অর্থবছরে তার নেতৃত্বে কমলাপুর আইসিডির প্রবৃদ্ধির হার ছিল ২৩ শতাংশ।