মানিকগঞ্জের শিবালয় উপজেলার আলোকদিয়া চর এলাকায় অগ্নিদগ্ধ হয়ে লিবা খাতুন (২৭) নামে এক অন্তঃসত্ত্বা গৃহবধূর মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার ভোরে এ ঘটনা ঘটে। এ ঘটনায় আহত হয়েছেন বিল্লাহ হোসেন। তাকে পাবনায় চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।
লিবার স্বামী সোলেমান রাজশাহীতে একটি কোম্পানিতে চাকরি করেন। লিবার দুই মেয়ে ও এক ছেলে সন্তান রয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শিবালয়ের আলোকদিয়া চর এলাকার মো. জুলহাস বৃহস্পতিবার ভোরে মদ্যপ অবস্থায় তাদের টিনের ঘরে আগুন লাগিয়ে দেয়। এতে ঘরের ভেতরে থাকা তার ১০ মাসের অন্তঃসত্ত্বা পুত্রবধূ লিবা খাতুন মারা যান। এতে গুরুতর আহত হন জুলহাসের মেয়ের জামাই বিল্লাহ হোসেন। আহত বিল্লালকে পার্শ্ববর্তী পাবনায় চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে শিবালয় থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ কবির বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনার পর থেকে অভিযুক্ত জুলহাস পলাতক রয়েছে। তবে বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।