দুই টেস্টের সিরিজে অংশ নিতে আগেই শ্রীলংকা সফরে গেছে বাংলাদেশ দল। ২১ এপ্রিল বুধবার থেকে কেন্ডির পাল্লেকেলে আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে প্রথম টেস্ট শুরু। এই টেস্টকে সামনে রেখে মঙ্গলবার বিকালে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি।
টেস্ট সিরিজ শুরুর ঠিক আগের দিন মঙ্গলবার আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে বাংলাদেশ দলের অধিনায়ক মুমিনুল হক বলেছেন, যারা আগে খেলেছে তারাই তো সবচেয়ে বেশি আস্থার হবে। রাহি, ইবাদত, তাসকিন। তারপর যদি বলেন শরিফুল, খালেদ, শহিদুল… ৫-৬ জন যারা আছে আমার কাছে মনে হয় ওরাই সবচেয়ে আস্থাভাজন হবে।
প্রথম টেস্টের দলে আছেন : মুমিনুল হক সৌরভ, লিটন কুমার দাস, মোহাম্মদ মিঠুন, মুশফিকুর রহিম, তামিম ইকবাল খান, সাদমান ইসলাম অনিক, আবু জায়েদ চৌধুরী রাহী, তাইজুল ইসলাম, নাজমুল হোসেন শান্ত, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, ইবাদত হোসেন চৌধুরী, মোহাম্মদ সাইফ হাসান, ইয়াসির আলী চৌধুরী ও শরিফুল ইসলাম।