সোমবার, ০৭ জুলাই ২০২৫, ০৩:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :

সচেতনতা বাড়াতে ইমামদের দায়িত্ব অপরিসীম : আইনমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক :
  • প্রকাশিত সময় : বুধবার, ১৪ জুলাই, ২০২১
  • ২৪৮ পাঠক পড়েছে

আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক বলেছেন, করোনা মহামারি থেকে বাঁচতে মানুষের মধ্যে সচেতনতা বাড়াতে মসজিদের ইমামদের দায়িত্ব অপরিসীম।

বুধবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার কসবায় ইমামদের সঙ্গে মতবিনিময়কালে একথা বলেন তিনি। উপজেলা প্রশাসনের উদ্যোগে কসবা টি আলী বিশ্ববিদ্যালয় কলেজ মাঠ চত্বরে ৫৫৮টি মসজিদের ইমামদের সঙ্গে ভিডিও কনফারেন্সের মাধ্যমে মতবিনিময় করেন আইনমন্ত্রী। এ সময় তিনি করোনা মহামারি থেকে দেশবাসীকে রক্ষা করতে মহান আল্লাহর কাছে দোয়া প্রার্থনা করেন।

মন্ত্রী বলেন, জাতির উন্নয়ন কার্যক্রমে দেশের দক্ষ মানবসম্পদ সবচেয়ে বড় ভূমিকা পালন করে। এই মানবসম্পদ উন্নয়নে দেশের পণ্ডিত ব্যক্তিরা, আলেম সমাজ, ধর্মীয় নেতা বা মসজিদের ইমাম-খতিবদের ব্যাপকভাবে সম্পৃক্ত করতে হবে।

মতবিনিময় সভায় কসবা উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট রাশেদুল কাওসার ভূইয়া জীবন, উপজেলা নির্বাহী অফিসার মাসুদ উল আলম, পৌর মেয়র এমরান উদ্দিন জুয়েল, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক এমজি হাক্কানীসহ শিক্ষক, জনপ্রতিনিধি, সাংবাদিক, যুবলীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সামাজিক দূরত্ব বজায় রেখে মাস্ক পরিধান করে এই মতবিনিময় সভাটি অনুষ্ঠিত হয়।

নিউজটি শেয়ার করে আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
© All rights reserved © 2019-2020 । দৈনিক আজকের সংবাদ
Design and Developed by ThemesBazar.Com
SheraWeb.Com_2580