জাতীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ইলিয়াস খান বলেছেন, আমরা সবাইকে নিয়ে বেঁচে থাকতে চাই। করোনা মহামারীর মধ্যেও আমরা পরস্পরের পাশে থাকবো।
রোববার সকালে রাজধানীর তোপখানায় ঢাকাস্থ পটুয়াখালী জার্নালিস্টস ফোরামের (পিজেএফ) উদ্যোগে সংগঠনের অস্থায়ী কার্যালয়ে সদস্যদের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ অনুষ্ঠানের প্রধান অতিথি বক্তবে তিনি এ কথা বলেন ।
তিনি বলেন, অতিতে সাংবাদিকদের মধ্যে ঐক্য ভাতৃত্ববোধ ও সহমর্মিতা ছিল । একজনের বিপদে অন্যজনের পাশে দাড়াতেন । আসুন আমরা সংবাদিতকদের অতিতের গৌরব ও ভাতৃত্ববোধে উজ্জবিত হয়ে দল মত ধর্ম বর্ণ নির্বিশেষে সম্প্রীতির ভিক্তিতে সাংবাদিকদের কল্যানে কাজ করাই হোক মাহে রমজানের প্রতিজ্ঞা।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, পিজেএফ সভাপতি ও বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) কার্যনির্বাহী কমিটির সদস্য আ স ম জাকির হোসেন।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, সংগঠনের সহ-সভাপতি মো. মজিবুর রহমান, সাধারণ সম্পাদক সাইখুল ইসলাম উজ্জ্বল, সাংগঠনিক সম্পাদক জাওহার ইকবাল খান, অর্থ সম্পাদক হানজালা শিহাব ও দফতর সম্পাদক গনেশ চন্দ্র হাওলাদার ও সদস্য সুশান্ত সাহা প্রমুখ।