সোমবার, ০৭ অক্টোবর ২০২৪, ১২:৩০ অপরাহ্ন
শিরোনাম :

সরকার সংলাপের নামে প্রতারণা করেছে : মির্জা ফখরুল

নিজস্ব প্রতিবেদক :
  • প্রকাশিত সময় : মঙ্গলবার, ২৮ ডিসেম্বর, ২০২১
  • ৩০০ পাঠক পড়েছে

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘সরকার সংলাপের নামে প্রতারণা করেছে। সরকার নির্বাচন করতে ভয় পায়। পদত্যাগের মধ্য দিয়ে নিরপেক্ষ সরকারের মাধ্যমেই গণতন্ত্র পুনরুদ্ধার সম্ভব। জনগণকে সঙ্গে নিয়ে একাত্তরের মতো সঙ্ঘবদ্ধ হয়ে সংগ্রামের মধ্য দিয়ে এই সরকারের পতন ঘটাতে হবে।’

একদলীয় শাসনব্যবস্থার মধ্য দিয়ে আওয়ামী লীগ সরকার গণতন্ত্রকে হত্যা করেছে অভিযোগ করে বিএনপির মহাসচিব আরও বলেন, ‘বাংলাদেশকে অগণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে চিহ্নিত করেছে বর্তমান সরকার। জনগণই দেশের মালিক, দেশকে রক্ষা করতে হবে জনগণকেই।’

মানিকগঞ্জে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও বিদেশে সুচিকিৎসার দাবিতে আজ মঙ্গলবার জেলা বিএনপির উদ্যোগে আয়োজিত মহাসমাবেশে মির্জা ফখরুল এসব কথা বলেন।

জেলা বিএনপির সভাপতি আফরোজা খান রিতার সভাপতিত্বে সমাবেশ পরিচালনা করেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক এস এ জিন্নাহ কবীর।

সমাবেশে আরও বক্তব্য দেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম, সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন প্রমুখ।

 

নিউজটি শেয়ার করে আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
© All rights reserved © 2019-2020 । দৈনিক আজকের সংবাদ
Design and Developed by ThemesBazar.Com
SheraWeb.Com_2580