গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ বলেছেন, ইউরোপ-আমেরিকার মতো উন্নত দেশগুলো করোনা মোকাবিলায় হিমশিম খাচ্ছে। এমন পরিস্থিতিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সরকার যথেষ্ট সফলতার সঙ্গে করোনা মোকাবিলা করে যাচ্ছে।
শনিবার ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন করোনা রোগীদের জন্য ব্যক্তি উদ্যোগে ৫০টি অক্সিজেন সিলিন্ডার ও প্রয়োজনীয় সংখ্যক মাস্ক আনুষ্ঠানিকভাবে হস্তান্তর অনুষ্ঠানে তিনি একথা বলেন।
তিনি বলেন, করোনার মতো মহামারি মোকাবিলায় শুধু সরকারের সহযোগিতার দিকে চেয়ে থাকলে চলবে না, ব্যক্তি উদ্যোগ ও প্রাতিষ্ঠানিক পর্যায়ে করোনা প্রতিরোধ ও এর চিকিৎসায় সহযোগিতা প্রদান করতে হবে।
বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠান যারা করোনা চিকিৎসায় সহযোগিতা করে যাচ্ছে তাদের প্রশংসা করে আরো বৃহৎ পরিসরে এই সহযোগিতার আহ্বান জানান প্রতিমন্ত্রী।
অনুষ্ঠানে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ফজলুল কবির, মহানগর আওয়ামী লীগের সভাপতি এহতেশামুল আলম, জেলা প্রশাসক মো. এনামুল হক, সিভিল সার্জন ডাক্তার মো. নজরুল ইসলামসহ জেলা ও বিভাগীয় পর্যায়ের সরকারি কর্মকর্তা এবং আওয়ামী লীগের নেতারা উপস্থিত ছিলেন।