বৃহস্পতিবার, ১৭ অক্টোবর ২০২৪, ০৬:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :

সর্ববৃহৎ মাদকের চালান জব্দ : ডিবির ওসিকে সম্মাননা

নিজস্ব প্রতিবেদক :
  • প্রকাশিত সময় : মঙ্গলবার, ২৫ মে, ২০২১
  • ৩০৩ পাঠক পড়েছে

সর্ববৃহৎ ইয়াবার চালান জব্দ করার স্বীকৃতিস্বরূপ সম্মামনা স্মারক পেয়েছেন কক্সবাজার জেলার গোয়েন্দা পুলিশের (ডিবি) পরিদর্শক শেখ মোহাম্মদ আলী ও তাঁর টিম।

মঙ্গলবার দুপুরে চট্টগ্রাম রেঞ্জে আইনশৃঙ্খলা ও অপরাধ পর্যালোচনা সভায় ফেব্রুয়ারি মাসে শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী কর্মকর্তা হয়েছেন পুলিশ পরিদর্শক শেখ মোহাম্মদ আলী। তাঁর হাতে সম্মাননা স্মারক তুলে দেন চট্টগ্রাম রেঞ্জের উপমহাপরিদর্শক (ডিআইজি) মো. আনোয়ার হোসেন। এ সময় কক্সবাজারের পুলিশ সুপার মো. হাসানুজ্জামান উপস্থিত ছিলেন।

সম্মাননা পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন ডিবির পরিদর্শক (ওসি) শেখ মোহাম্মদ আলী।

উল্লেখ্য, গত ৯ ফেব্রুয়ারি দুপুরে সাগরপথে আসা কক্সবাজারের চৌফলদণ্ডী ঘাট থেকে ১৪ লাখ ইয়াবা ট্যাবলেট জব্দ করে জেলা গোয়েন্দা পুলিশ। এ সময় জহিরুল ইসলাম ফারুকসহ দুজনকে হাতেনাতে আটক করা হয়। একই দিন বিকেলে ফারুকের স্বীকারোক্তিতে তাঁর বাড়ি নুনিয়াছড়া এলাকায় অভিযান চালিয়ে আরও তিন লাখ ৭৫ হাজার ইয়াবা ও নগদ এক কোটি ৭০ লাখ ৬৮ হাজার টাকা জব্দ করা হয়। এ ঘটনায় গ্রেপ্তার জহিরুল ইসলাম ফারুকসহ পাঁচ মাদক কারবারি বর্তমানে কারাগারে রয়েছেন।

নিউজটি শেয়ার করে আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
© All rights reserved © 2019-2020 । দৈনিক আজকের সংবাদ
Design and Developed by ThemesBazar.Com
SheraWeb.Com_2580