ফটোসাংবাদিক শফিকুল ইসলাম কাজলের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনের পৃথক তিন মামলায় অভিযোগ (চার্জ) গঠন করেছেন আদালত।
সোমবার ঢাকার সাইবার ট্রাইব্যুনালে বিচারক আস সামছ জগলুল হোসেন এ আদেশ দেন। এর মাধ্যমে কাজলের বিরুদ্ধে তিন মামলায় আনুষ্ঠানিক বিচারকাজ শুরু হলো।
জানা যায়, ২০২০ সালের গত বছরের ৯ মার্চ কাজলসহ ৩২ জনের বিরুদ্ধে শেরেবাংলা নগর থানার ডিজিটাল নিরাপত্তা আইনে একটি মামলা করেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য সাইফুজ্জামান শেখর। পরদিন ১০ মার্চ একই ঘটনায় হাজারীবাগ থানায় আরেকটি মামলা করেন ওসমান আরা বেলী।
এ ছাড়া একই বছর ১১ মার্চ যুব মহিলা লীগের সাবেক নেত্রী শামিমা নূর পাপিয়ার সাথে বিভিন্ন নেতাকর্মীদের জড়িয়ে কাজল তার ফেসবুক অ্যাকাউন্ট থেকে মিথ্যা সংবাদ প্রচার করেছেন বলে অভিযোগ করে যুব মহিলা লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য সুমাইয়া চৌধুরী বন্যা বাদী হয়ে কামরাঙ্গীরচর থানায় আরেকটি মামলা দায়ের করেন। এ মামলায় এবছরের ১৪ মার্চ তদন্ত কর্মকর্তা গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ রাসেল মোল্লা আদালতে চার্জশিট দাখিল করেন।
মামলাটির অভিযোগপত্রে বলা হয়, আসামি বাদীকে পাপিয়ার সঙ্গে জড়িয়ে যৌন সম্রাজ্ঞী হিসেবে মিথ্যা তথ্যের মাধ্যমে তীর চিহ্ন দিয়ে শনাক্ত করেন। পাশাপাশি বাদীকে নারী ব্যবসা ও মাদক ব্যবসায় পাপিয়ার অন্যতম সহযোগী হিসেবে অপমানকর মিথ্যা তথ্য দিয়ে ফেসবুকে স্ট্যাটাস দেন।