রবিবার, ০৬ অক্টোবর ২০২৪, ১০:২৭ অপরাহ্ন
শিরোনাম :

সাম্প্রদায়িক সন্ত্রাসের বিরুদ্ধে জবি ছাত্রলীগের মানববন্ধন

রংপুর প্রতিনিধি
  • প্রকাশিত সময় : সোমবার, ২৫ অক্টোবর, ২০২১
  • ২০৯ পাঠক পড়েছে

রংপুরের পীরগঞ্জসহ সারাদেশে সাম্প্রদায়িক সন্ত্রাসের বিরুদ্ধে মানববন্ধন করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ।

সোমবার বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে এ মানববন্ধন করে ছাত্রলীগ।

মানববন্ধনে শাখা ছাত্রলীগের সাবেক সহসভাপতি আশরাফুল ইসলাম টিটনের সভাপতিত্বে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মো. ইমদাদুল হক, ট্রেজারার ড. কামালউদ্দিন আহমদ, প্রক্টর মোস্তফা কামাল, ছাত্রকল্যাণের পরিচালক অধ্যাপক আইনুল ইসলাম, শিক্ষক সমিতির সভাপতি ড. নূরে আলম আব্দুল্লাহ, বেগম ফজিলাতুন্নেছা মুজিব ছাত্রীহলের প্রভোস্ট ও শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. শামীমা বেগম, জবি নীল দলের সভাপতি জাকারিয়া মিয়া প্রমুখ বক্তব্য রাখেন। এসময় শাখা ছাত্রলীগের সাবেক সহসভাপতি জামাল উদ্দিন সঞ্চালনা করেন। এসময় উপস্থিত ছিলেন শাখা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ইব্রাহিম ফরাজি, সৈয়দ শাকিল, আকতার হোসেন প্রমুখ।

মানববন্ধনে উপাচার্য মো. ইমদাদুল হক বলেন, ‘প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ যখন এগিয়ে যাচ্ছে ঠিক সেই সময় কিছু পাকিস্তানি প্রেতাত্মারা এমন সাম্প্রদায়িক হামলা চালাচ্ছে। দেশে আগেও এমন অনেক ঘটনা ঘটেছে। কিন্তু তার যথাযথ বিচার হয়নি বলে এমন সাম্প্রদায়িক হামলা বন্ধ হচ্ছে না। এবার প্রধানমন্ত্রী বিচারের আশ্বাস দিয়েছেন। এই ঘটনার এমন বিচার করতে হবে যেন আর কেউ এমন ঘটনা ঘটানোর সাহস না পায়।’

আশরাফুল ইসলাম টিটন বলেন, ‘যারা দেশকে আফগানিস্তান ও সিরিয়ার মতো ব্যর্থ রাষ্ট্রে পরিণত করতে চায় সেই স্বাধীনতা বিরোধী পাকিস্তানি প্রেতাত্মারা রাজনৈতিকভাবে পরাজিত হয়ে সংখ্যালঘুদের উপর হামলার করছে। কিন্তু বঙ্গবন্ধুর বাংলায় তাদের এই ষড়যন্ত্র সফল হতে দেয়া হবে না। এদেশে ধর্মান্ধতা ও ধর্মহীনতার কোনো স্থান হবে না।’

নিউজটি শেয়ার করে আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
© All rights reserved © 2019-2020 । দৈনিক আজকের সংবাদ
Design and Developed by ThemesBazar.Com
SheraWeb.Com_2580