সোমবার, ২৪ মার্চ ২০২৫, ১০:৩৬ অপরাহ্ন
শিরোনাম :

সারাদেশ থেকে বিচ্ছিন্ন রাজশাহী, দুর্ভোগে সাধারন মানুষ

রাজশাহী প্রতিনিধি
  • প্রকাশিত সময় : মঙ্গলবার, ২ মার্চ, ২০২১
  • ৩২৫ পাঠক পড়েছে

রাজশাহীতে কমিউনিটি সেন্টারে বিভাগীয় সমাবেশের অনুমতি পেয়েছে বিএনপি। মঙ্গলবার  সন্ধ্যায় নগরের পাঠান পাড়ায় নাইস কনভেনশন সেন্টারে (উত্তরা কমিউনিটি সেন্টার) বিএনপিকে সমাবেশ করার অনুমতি দেয়েছে পুলিশ। রাজশাহীতে বিএনপির সমাবেশকে কেন্দ্র করে নগরীকে নিরাপত্তার চাদরে ঢেকে রেখেছে আইন শৃঙ্খলা বাহিনী। সকল ধরনের দূরপাল্লার যাত্রীবাহী যানবাহন চলাচল বন্ধ আছে। জেলা পুলিশ ও আরএমপি, র‌্যাব-৫, ডিবিসহ বিভিন্ন আইন শৃঙ্খলা বাহিনী কর্মকর্তা ও সদস্যরা নিরাপত্তায় কর্তব্যরত আছে।

সমাবেশের কারণে যেকোন অপ্রীতিকর ঘটনা বন্ধের লক্ষ্যে গতকাল সোমবার দুপুর থেকেই জেলার সকল যানবাহন চলাচল সীমিত করা হয়েছে। দলীয় কোন কন্দলে সাধারন মানুষ ও সম্পদের রক্ষা করার উদ্দ্যেশে পুলিশসহ সকল স্তরের আইন শৃঙ্খলা বাহিনী কাজ করছে বলে জানায় কর্তব্যরত পুলিশ।

জেলার রাজশাহী-ঢাকা মহাসড়কসহ বেলপুকুর বাইপাস মোড়, বানেশ্বর,পুঠিয়া, গোদাগাড়ী, মোহনপুরসহ ৯টি উপজেলার বিভিন্ন মোড়ে পুলিশের কঠোর নিরাপত্তায় কাজ করছে।

এর আগে বিএনপির বিভাগীয় সমাবেশ ঘিরে ‘হামলার আশঙ্কায়’ রাজশাহী থেকে সব রুটের বাস চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। কোন ধরনের পূর্ব ঘোষণা ছাড়া আকস্মিক বাস বন্ধ করে দেয়ায় যাত্রীরা চরম দুর্ভোগে পড়েছেন।

রাজশাহীর পরিবহণ মালিক ও শ্রমিক নেতাদের দাবি, বাস চলাচল করলে হামলার আশঙ্কা আছে। তাই শ্রমিকদের নিরাপত্তার কথা বিবেচনা করে তারা বাস চলাচল আপাতত বন্ধ করে দিয়েছেন। পরিস্থিতি বুঝে পরে তারা আবারও বাস চলাচলের সিদ্ধান্ত নেবেন।

 

 

নিউজটি শেয়ার করে আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
© All rights reserved © 2019-2020 । দৈনিক আজকের সংবাদ
Design and Developed by ThemesBazar.Com
SheraWeb.Com_2580