ফরিদপুরের সালথায় গুজব ছড়িয়ে তাণ্ডবের ঘটনায় পুলিশ বাদী হয়ে মামলা করেছে।
বুধবার সকালে সালথা থানায় মামলাটি করা হয়। মামলায় অজ্ঞাতনামা ৪ হাজার জনকে আসামি করা হয়েছে।
সালথা থানার উপপরিদর্শক (এসআই) মো. মিজানুর রহমান বাদী হয়ে মামলাটি করেন।
সালথা থানার ওসি আশিকুর রহমান আশিক এসব তথ্য জানিয়েছেন। তিনি বলেন, এ ঘটনায় এখন পর্যন্ত ১৩ জনকে আটক করা হয়েছে।
যুবককে সরকারি কর্মচারীর লাঠিপেটার ঘটনা নিয়ে পুলিশের গুলিতে কয়েকজনের মৃত্যু এবং জনৈক মাওলানাকে গ্রেপ্তারের গুজব ছড়িয়ে সোমবার রাতে তাণ্ডব চালানো হয় ফরিদপুরের সালথা উপজেলায়।
টানা তিন ঘণ্টার তাণ্ডবে ভাঙচুর চালিয়ে ভূমি অফিস, ইউএনও এবং এসিল্যান্ডের গাড়িতে আগুন দেয় দুস্কৃতকারীরা। হামলা চালানো হয় কর্মকর্তাদের বাসভবনেও।
সোমবার রাতের ঘটনায় আহত হাফেজ জুবায়ের হোসেন (২০) নামে এক যুবক মঙ্গলবার চিকিৎসাধীন অবস্থায় মারা যান।