নাটোরের সিংড়ায় ট্রাকের ধাক্কায় খলিলুর রহমান ও বেলাল হোসেন নামে মাদ্রাসার দুই শিক্ষক নিহত হয়েছেন।
শনিবার সকাল ৮টার দিকে সিংড়া পৌরশহরের নাটোর-বগুড়া মহাসড়কের ফেরিঘাট ব্রিজ এলাকায় এই দূর্ঘটনা ঘটে। এই ঘটনায় অপর এক শিক্ষক আহত হয়েছেন। নিহত খলিলুর রহমান ও বেলাল হোসেন এবং আহত আব্দুল হামিদ নাটোর শহরের তেবাড়িয়া হালিমাতুস সাদিয়া মাদ্রাসার শিক্ষক।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, মাদ্রাসার তিন শিক্ষক খলিলুর রহমান, বেলাল হোসেন এবং আব্দুল হামিদ মোটর সাইকেলযোগে বগুড়া যাচ্ছিলেন। পথে সিংড়া পৌর শহরের ফেরিঘাট এলাকায় পৌছালে পিছন থেকে আসা একটি ট্রাক তাদেরকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই শিক্ষক খলিলুর রহমা ও বেলাল হোসেন নিহত হন। অপরদিকে আব্দুল হামিদ গুরুতর আহত হন। সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে আহতকে উদ্ধার করে সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর-এ-আলম সিদ্দিকী জানান, মরদেহ দুটি উদ্ধার করে থানায় আনা হয়েছে। এ ঘটনায় এখনো কোনও মামলা দায়ের হয়নি।