রবিবার, ০৬ অক্টোবর ২০২৪, ০৮:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :

সিলেট জেলা প্রেসক্লাবের অগ্রযাত্রায় সবসময় পাশে থাকব: সিটি কর্পোরেশনের মেয়র আরিফ

নিউজ ডেক্স:
  • প্রকাশিত সময় : মঙ্গলবার, ২৩ মার্চ, ২০২১
  • ৯৫২ পাঠক পড়েছে
মঞ্জুর হোসেন খান, সিলেট ব্যুরো: সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী বলেছেন, সিলেট জেলা প্রেসক্লাবের সাংবাদিক তাঁদের কাজে অনন্য দৃষ্টান্ত স্থাপন করে যাচ্ছেন। তাঁদের পেশাদারিত্বে এই ক্লাবটি অনেক দূর এগিয়ে গেছে। এই ক্লাবের অগ্রযাত্রায় সবসময় পাশে ছিলাম এবং পাশে থাকব। রোববার রাত নয়টায় নগরের পূর্ব জিন্দাবাজারস্থ সিলমার্ট কমপ্লেক্সের তৃতীয়তলায় সিলেট জেলা প্রেসক্লাবের নতুন কার্যালয়ের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
মেয়র বলেন, সিলেট জেলা প্রেসক্লাবে অনেক প্রবীণ সাংবাদিক আছেন, তাঁদের হাত ধরে নবীনরাও এগিয়ে যাচ্ছেন। এই অগ্রযাত্রা অব্যাহত থাকলে সিলেট জেলা প্রেসক্লাবের মাধ্যমে সিলেটের শতবর্ষের ঐতিহ্যবাহী সাংবাদিকতাও সমৃদ্ধ হবে। সিলেট নগরীর উন্নয়ন অগ্রযাত্রায় গণমাধ্যমকর্মীরাও অগ্রণী ভূমিকা রাখছেন। সিলেট জেলা প্রেসক্লাবের সভাপতি আল আজাদের সভাপতিত্বে ও সহসাধারণ সম্পাদক সৈয়দ রাসেলের পরিচালনায় শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন ক্লাবের সাধারণ সম্পাদক ছামির মাহমুদ।
বক্তব্য রাখেন, সিনিয়র সাংবাদিক সালাম মশরুর, লিয়াকত শাহ ফরিদী, কার্যনির্বাহী কমিটির সিনিয়র সদস্য রেজওয়ান আহমদ, সিনিয়র সহসভাপতি মঈন উদ্দিন, সিনিয়র সদস্য হাবিবুর রহমান হাবিব, ফখরুল ইসলাম, ফয়সল আহমদ বাবলু, মতিউল বারী চৌধুরী, সাবেক সাধারণ সম্পাদক শাহ্ দিদার আলম নবেল, উজ্জ্বল মেহেদী, কার্যনির্বাহী সদস্য আবুল মোহাম্মদ। উপস্থিত ছিলেন, কার্যনির্বাহী কমিটির সহসভাপতি এস. সুটন সিংহ, কোষাধ্যক্ষ মিসবাহ উদ্দীন আহমদ, ক্রীড়া ও সংস্কৃতি সম্পাদক শংকর দাস, প্রচার ও প্রকাশনা সম্পাদক নুরুল হক শিপু, পাঠাগার সম্পাদক মঞ্জুর হোসেন খান, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মো. সুলতান আহমদ, দপ্তর সম্পাদক এস এম সুজন, নির্বাহী সদস্য ইউসুফ আলী, মাহমুদ হোসাইন, আমিনুল ইসলাম রোকন ও মিঠু দাস জয়। এছাড়াও সাবেক দপ্তর সম্পাদক মো. ইমরান আহমদ, সদস্য মামুন হাসান, রবি কিরণ সিংহ, সুব্রত দাস, রনজিৎ কুমার সিংহ, সাবেক ক্রীড়া সম্পাদক মো. ওলিউর রহমান, আশরাফ চৌধুরী রাজু, সোহাগ আহমদ, অমিতা সিনহা, সাবেক নির্বাহী সদস্য মো. শাহীন আহমদ, শেখ মো. লুৎফুর রহমান, মো. ইয়াহ্ইয়া মারুফ, মো. আনোয়ার হোসেন, দিব্য জ্যোতি সী, শাহজাহান সেলিম বুলবুল, আহমেদ জামিল, ভবরঞ্জন মৈত্র বাপ্পা, ছাদেক আহমদ আজাদ, জিকরুল ইসলাম, মৃণাল কান্তি দাস উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শুরুতে প্রধান অতিথি সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান কার্যনির্বাহী কমিটির নেতৃবৃন্দ।

নিউজটি শেয়ার করে আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
© All rights reserved © 2019-2020 । দৈনিক আজকের সংবাদ
Design and Developed by ThemesBazar.Com
SheraWeb.Com_2580