সুনামগঞ্জর দিরাই উপজেলার মধুরাপুর গ্রামে বজ্রপাতে আপন দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও ৩ জন।
বুধবার ভোরে উপজেলার থলেরবন্দ হাওরে এ ঘটনা ঘটছে।
মারা যাওয়া দুই ভাই হলেন- দিরাই’র মধুরাপুরের গ্রামের মৃত আব্দুল মনাফের ছেলে ফখরুল আহমদ (৪৭) ও ফজলু মিয়া (৪৫)
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বুধবার ভোরে উপজেলার মধুরাপুর গ্রামের কয়েকজন কৃষক গ্রামের পাশের থলেরবন্দ হাওরে ধান কাটতে বের হন। হাওরে যাওয়ার পর আকস্মিক বজ্রপাতে ঘটনাস্থলেই দুই ভাইয়ের মৃত্যু হয় এবং আরও ৩ কৃষক গুরুতর আহত হন।
আহতরা হলেন- মধুরাপুর গ্রামের সাজনুর মিয়া, হাবিব আহমদ ও লাদেন।
দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আজিজুর রহমান জানান, ভোরে বজ্রপাতে ধান কাটতে গিয়ে কৃষক দুই ভাইয়ের মৃত্যু হয়েছে, বাকি আহতদের সিলেট ওসমানি মেডিকেল হাসপাতালে পাঠানো হয়েছে।
নিহত দুজনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।