দেশে ডেঙ্গু আক্রান্তদের মধ্যে গত ২৪ ঘণ্টায় ৩৪৩ জন হাসপাতালে ভর্তি হয়েছেন, যা চলতি বছরে একদিনের মধ্যে সর্বোচ্চ। এর আগে ২ সেপ্টেম্বর একদিনে ৩৩০ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছিলেন।
স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে মঙ্গলবার বিকেলে এ তথ্য জানানো হয়। এই নিয়ে সেপ্টেম্বর মাসের প্রথম সাত দিনেই ডেঙ্গু রোগী ২ হাজার ছাড়াল। এর মধ্যে মারা গেছেন ছয়জন।
চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়া রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১২ হাজার ৪৩৪ জন। এর মধ্যে মৃত্যু হয়েছে ৫২ জনের।
কন্ট্রোল রুমের তথ্য বলছে, ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হওয়া ডেঙ্গু রোগীর মধ্যে ঢাকাতেই ২৮৬ জন ও ঢাকার বাইরে ৫৭ জন। বর্তমানে সারা দেশের হাসপাতালগুলোতে ভর্তি হওয়া ডেঙ্গু রোগী ১ হাজার ২৮১ জন। এর মধ্যে ঢাকার হাসপাতালে রয়েছেন ১ হাজার ১৩৩ জন।
২৪ ঘণ্টায় যারা হাসপাতালে ডেঙ্গু নিয়ে ভর্তি হয়েছেন তাদের মধ্যে তরুণদের সংখ্যাই বেশি। হাসপাতালে ভর্তি হওয়াদের মধ্যে ১১ থেকে ২০ বছর বয়সীদের সংখ্যাই ২১.১ শতাংশ। আর ২১ থেকে ৩০ বছর বয়সীদের সংখ্যা ২৫ দশমিক ৪ শতাংশ।
গত জানুয়ারিতে ৩২ জনের দেহে ডেঙ্গু শনাক্ত হওয়ার মধ্য দিয়ে বছর শুরু হয়েছিল। জুনে এটি ১৭২ জনে ওঠে। জুলাই মাসে সেটিই হয়ে দাঁড়ায় ২ হাজার ২৮৬ জনে। জুলাই থেকেই পরিস্থিতি দ্রুত খারাপ হতে শুরু করে। আগস্টের চিত্রটি ছিল উদ্বেগজনক। এ মাসে হাসপাতালে ভর্তি ডেঙ্গু রোগী ছিল ৭ হাজার ৬৯৮ জন। চলতি মাসে প্রথম সাত দিনের চিত্র আগের মতোই উদ্বেগের।
রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর) জানিয়েছে, ডেঙ্গু উপসর্গ নিয়ে চলতি বছর ৫২ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে জুলাই মাসে ১২ জনের মৃত্যু হয়েছে। আগস্টে ৩৪ জনের মৃত্যু হয়। চলতি মাসের সাত দিনে ৬ জনের মৃত্যু হয়েছে।
গত ২১ বছর ধরে দেশে ডেঙ্গুর সার্বিক বিষয় নিয়ে তথ্য জানাচ্ছে স্বাস্থ্য অধিদপ্তর। তবে মূলত ২০১৯ সালে ডেঙ্গুর প্রকোপ মারাত্মক আকার ধারণ করে। সেই বছর এক লাখের বেশি মানুষ ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়। মারা যায় ১৭৯ জন।