সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট এই চার বিভাগে অতিভারি বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
বৃহস্পতিবার রাতে ভারি বর্ষণের সতর্কবাণীতে এ পূর্বাভাস দেয় আবহাওয়া বিভাগ।
এতে বলা হয়, বাংলাদেশের উত্তরাঞ্চলে মৌসুমি অক্ষ অবস্থান করায় ও একই সঙ্গে মৌসুমি বায়ু সক্রিয় থাকায় বৃহস্পতিবার রাত ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার মধ্যে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও ভারি (৪৪ থেকে ৮৮ মিলিমিটার) থেকে অতিভারি (৮৯ মিলিমিটারের বেশি) বৃষ্টি হতে পারে।
আবহাওয়াবিদ মো. আফতাব উদ্দিন বলেন, ‘মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর সক্রিয় ও উত্তর বঙ্গোপসাগরে মাঝারি থেকে প্রবল অবস্থায় রয়েছে।’
তিনি জানান, গতকাল বুধবার সন্ধ্যা ৬টা থেকে বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি বৃষ্টি হয়েছে কক্সবাজারে, ১৭৮ মিলিমিটার। ঢাকায় ১১ মিলিমিটার বৃষ্টি হয়েছে।
এছাড়াও এসময়ে হাতিয়া (১১৬ মিলিমিটার), ঈশ্বরদী (১৬৩ মিলিমিটার), তেঁতুলিয়া (১১৩ মিলিমিটার) ও চুয়াডাঙ্গায় (৯৯ মিলিমিটার) অতিভারি বৃষ্টি হয়েছে।